বিনোদন

শামির প্রেমে পাগল পায়েল! সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন অভিনেত্রী?

 

ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মহম্মদ শামি। তার দারুণ পারফরম্যান্সে ভারত ফাইনালে উঠেছে। আর এই শামির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গিয়েছেন অভিনেত্রী পায়েল। বিশ্বকাপের শুরু থেকেই শামির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে আসছেন তিনি।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শামি যখন একের পর এক উইকেট নিচ্ছিলেন, তখন ম্যাচ দেখে উত্তেজিত হয়ে পড়েন পায়েল। শেষ পর্যন্ত শামি যখন ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন, তখন নিজেকে সামলাতে না পেরে টুইট করে শামির উদ্দেশে চুমু ছুঁড়ে দেন তিনি।

শুধু তাই নয়, বুধবার রাতে শামির পারফরম্যান্স দেখে সারারাত জেগে থাকেন পায়েল। এ নিয়ে তিনি টুইট করে জানান, “শুভ সকাল… এখন আমি ঘুমতে গেলাম।” নেটিজেনরা বলছেন, শামির পারফরম্যান্স দেখেই কি পায়েল রাতে একেবারেই ঘুমাতে পারেননি! তবে পায়েল এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

Related Articles