কলকাতা

মেকানিককে পিটিয়ে মারার অভিযোগ, হস্টেলে রহস্যমৃত্যু ছাত্রীর

student death

The Truth of Bengal: গ্যারাজ মেকানিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মানিকতলায়। মৃতের নাম অনিল রজ্জক। তাঁর বাড়ি ক্যানেল ইস্ট রোডে। অনিলের বাগমারি রোডে একটি গ্যারেজ রয়েছে। পরিবারের অভিযোগ, দুই যুবক মঙ্গলবার সকালে অনিলের গ্যারেজে আসে। কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা হলে গ্যারেজের মধ্যে ফেলে অনিলকে বেধড়ক মারধর করা হয়। আশপাশের দোকানদাররা জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। তখনকার মতো তাঁরা অনিলকে প্রাথমিক শ্রুশুষা করে বাড়ি পাঠিয়ে দেন।

বুধবার সকালে বাড়িতে হঠাৎ পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকেন অনিল। সঙ্গে সঙ্গে তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা মনে করছেন মারধরে হয়তো পেটের ভেতরে মারাত্মক আঘাত লেগেছে। তাই মৃত্যু। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পরিবারের তরফে কোনও অভিযোগও দায়ের হয়নি। সেই কারণে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।অনিলের মৃত্যতে ক্ষোভে ফেটে পড়েন তাঁর গ্যারজের সহকর্মীরা।

তাদের দাবি, সাট্টা ও জুয়ার প্রতিবাদ করায় স্থানীয় দুই ব্যক্তি গ্যারাজে ঢুকে মারধর করে অনিলকে। সেই আঘাতেই অনিলের মৃত্যু হয়েছে। অন্যদিকে, শহরে আরও একটি রহস্য-মৃত্যুর ঘটনা ঘটে। আনন্দপুর থানা এলাকায় হেরিটেজের কলেজের হস্টেল থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রীর বাড়ি বোকারোতে। হেরিটেজ কলেজের BA অনার্সের ছাত্রী ছিলেন তিনি। সহপাঠী ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিলেন হস্টেলে। ওই ছাত্রীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

Free Access

Related Articles