বিনোদন

খরাজের ‘ক্যারিশ্মা’ বড়পর্দায়, এবার বগলা মামা খরাজ!

Kharaj's 'charisma' on the big screen, now Bagla Mama Kharaj!

The Truth Of Bengal : হাসতে হাসতে একেবারে লুটোপুটি খাওয়ার জোগার। শিবপুরের পর এবার বগলা মামা যুগ যুগ জিও। এবার আর কোন জনপ্রিয় দাদা নয়, মজাদার মামার চরিত্রে ‘বগলা’ মামা খরাজ। মুক্তি পেল বগলা মামা যুগ যুগ জিও ছবির ট্রেলার। বাংলা সাহিত্য থেকে আরও একটি কাহিনী এবার আসতে চলেছে বড় পর্দায়। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

আশির দশকের কাহিনীর প্রেক্ষাপট ফুটে উঠবে রাজকুমার মৈত্রের কলমে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ট্রেইলারের একদম শুরু থেকেই বগলাম আমার চরিত্র দেখা যাচ্ছে তাকে। ৮ এর দশকের মজাদার চরিত্রের সাজ পোশাকে ধরা দিয়েছেন তিনি। যদিও মূল গল্পে বগলাম আমার বন্ধুর সংখ্যা ৯ জন। আর ছবিতে দেখানো হয়েছে সেটা পাঁচজন। ছবিতে রজতাভ দত্তের চরিত্র কিন্তু বেশ আকর্ষণীয়। হাসি ঠাট্টা আবেগ সপ্তাহ নিয়েই ছবির গল্প এগোচ্ছে। শেষে রয়েছে চ্যালেঞ্জ।

কিছু করা ছাড়াও এই ছবিতে রয়েছেন কৌশিক সেন, তার পুত্র ঋদ্ধি সেন, অপরাজিতা আঢ্য, দিতিপ্রিয়া রায়, রজতাভ দত্ত, উজান চট্টোপাধ্যায় এর মত টলিউডের তাবড় তাবোড় অভিনেতা অভিনেত্রীরা। জানা যাচ্ছে জিও স্টুডিও আর এসভিএফ এর যৌথ প্রযোজনায় আসতে চলেছে এই সিনেমা। আগামী ২৮শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বগলা মামা যুগ যুগ জিও’।

 FREE ACCESS

Related Articles