
The Truth of Bengal: ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার মরনে মরকেল। কথা ছিল, তিনি কাজ করবেন বছরের শেষ পর্যন্ত। তবে বিশ্বকাপ শেষে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন মরকেল। পাকিস্তান ক্রিকেট বোর্ড গত সোমবার এক বিজ্ঞপ্তিতে মরকেলের চাকরি ছাড়ার খবর জানিয়েছে। মরকেলের বিদায়ে কে হতে পারেন পাকিস্তানের নতুন বোলিং কোচ? গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের নতুন বোলিং কোচ হতে পারেন সাবেক পেসার উমর গুল।
যদিও এই পেসার জানিয়েছেন, তাঁর সঙ্গে পিসিবি এখনো যোগাযোগ করেনি। চলতি বছরের জুনে পাকিস্তানের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন মরকেল। শুরুর দিকে পাকিস্তানের বোলিং আক্রমণ তাঁর অধীনে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপে ছিল ব্যর্থ। হারিস রউফ ১৪ উইকেট পেলেও এক বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন।শাহিন শাহ আফ্রিদি ১৮ উইকেট নিয়েছেন। কিন্তু নতুন বলের বিশেষজ্ঞ এই পেসার এবার নতুন বলে তেমন কিছুই করতে পারেননি।
ওয়াসিম জুনিয়র ও হাসান আলিরাও গড়পড়তা পারফরম্যান্স করেছেন। সব মিলিয়ে এই ব্যর্থতার ভার কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন ৩৯ বছর বয়সী কোচ মরকেল।বিশ্বকাপের পর পাকিস্তানের পরের সিরিজ আগামী মাসে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে পাকিস্তান। প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। এবার পাকিস্তানের নতুন বোলিং কোচের দায়িত্ব কেনেন সেদিকেই নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের।
Free Access