দেশ

ভারতে মায়ানমার সেনার প্রবেশ

Conflict in Myanmar

The Truth of Bengal: বিদ্রোহী জোটের হামলায় এলাকা হাতছাড়া হচ্ছে মায়ানমার সেনার। নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্য নিয়ে গ্রামবাসীদের সঙ্গে তারাও তাই ঢুকে পড়ছেন ভারতে। মিজোরাম পুলিশ সূত্রে খবর, মিজোরামের চাম্পেই জেলা লাগোয়া সীমান্তের অদূরে মায়ানমার সেনার দুটি ছাউনি সোমবার সন্ধ্যায় দখল করে বিদ্রাহী বাহিনী। প্রাণ বাঁচাতে ৩৯ তজন মায়ানমার সেনা জোকাওথান সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পন করেছেন।

ইতমধ্যেই সীমন্তবর্তী একাধিক গ্রামেরও দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। তাই মায়ানমারের প্রায় ৫০০০ গ্রামবাসী আতঙ্কে চলে আসেন ভারতে। গত ৭ নভেম্বর বিধানসভার ভোটপর্ব মিটলেও এখনও ভোটগণনা হয়নি মিজ়োরামে এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক শরণার্থীর আগমনে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন।

মিজ়োরাম ছাড়াও উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ এবং হিংসাদীর্ণ মণিপুরের সঙ্গেও মায়ানমারের স্থলসীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার নজরদারিতে নিযুক্ত বিএসএফ এবং অসম রাইফেলস বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।

Free Access

Related Articles