
The Truth of Bengal: হাতে গোনা কিছু দিনের মধ্যেই আবার বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন জিত। সম্প্রতি ১০ নভেম্বর মুক্তি পেয়েছে জিত অভিনীত আসন্ন সিনেমা ‘মানুষ’-এর ট্রেলার। একেবারেই একজন সাধারন মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠা আবার একজন বাবা নিজের সন্তানের জন্য ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন সেই সবটাই ফুটিয়ে তোলা হবে এই সিনেমায়।
ট্রেলারেও দেখা গিয়েছে তারই ঝলক।সম্পূর্ণ দুই মিনিট তেত্রিশ সেকেন্ডের ট্রেলারের মধ্যে দেখা গিয়েছে ফুল প্যাক্টড অ্যাকশন। এবার মুক্তি পেল এই সিনেমার প্রথম গান ‘আয় বৃষ্টি’। তিন মিনিট তেইশ সেকেন্ডের এই গানের দৃশ্যে দেখা যাবে অভিনেতা জিত এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। এছাড়াও রয়েছেন অয়না চট্টোপাধ্যায়।
পরিবারের মিষ্টি গল্পের সাথে এই গানের মাধ্যমে ফুটে উঠেছে রোমান্স। এই সিনেমায় জিতের উল্টো দিকে আন্ডারওয়ার্ল্ড ডন রূপে দেখা যাবে জিতুকে। অপরাজিত-এর নায়ক থেকে সোজা নেতিবাচক বোল্ড চরিত্রে জিতু। আগামী ২৪ শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জিৎ ফিল্মওয়ার্কস প্রযোজিত ছবি ‘মানুষ’।
Free Access