মানুষের ওপর ভরসা নেই! এবার সংস্থা চালাবে রোবট মিকা
Robot Mika will run a company as CEO position

The Truth of Bengal, Mou Basu: পোলান্ডের একটি বহুজাতিক প্রতিষ্ঠান বেনজির ঘটনা ঘটাতে চলেছে। এর আগে খবর পড়তে দেখা গেছে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির সাহায্যে চলা মানুষের মতো দেখতে রোবট লিজাকে। বিমান চালানোর জন্য রোবট PIBOT তৈরির কাজ চালাচ্ছেন বিজ্ঞানীরা। এরমধ্যে পোলান্ডের মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান Mika বা মিকা নামে এক রোবটকে সংস্থা পরিচালনার জন্য সিইও নিয়োগ করেছে। মিকাই হল বিশ্বের প্রথম এআই রোবট সিইও।
Dictador নামের ওই পোলান্ডের সংস্থা জানিয়েছে, বহুজাতিক প্রতিষ্ঠানের কাজকর্ম সামলানোর জন্য তাঁরা এআই প্রযুক্তিতে চলা মানুষের মতো দেখতে রোবট মিকাকে নিয়োগ করেছে। Dictador নামের ওই পোলান্ডের সংস্থার জন্য রোবট মিকা তৈরি করেছে হংকংয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিকস সংস্থা Hanson Robotics। হংকংয়ের এই সংস্থা রোবট তৈরির জন্য বিখ্যাত। বিনোদন, পরিষেবা, স্বাস্থ্য ও রিসার্চ অ্যাপ্লিকেশনের জন্য তারা রোবট তৈরি করে।
রোবট মিকা ভিডিও কলে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছে। সে নিজেই জানিয়েছে, আমি সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টাই কাজ করব। প্রশাসনিক কাজকর্ম করব। অত্যাধুনিক কৃত্রিম মেধা আর মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাহায্যে ডেটা অ্যানালিসিস করব আর স্ট্র্যাটেজিক ডিসিশন নেব। মানুষের জন্য কাজে এআই প্রযুক্তিকে ব্যবহার করার ওপর বিশেষ জোর দিয়েছেন হংকংয়ের রোবোটিকস সংস্থা হ্যানসনের সিইও ডেভিড হ্যানসন।
Free Access