বিনোদন

মুক্তি পেয়েছে ‘লাল সেলাম’-এর টিজার

Lal Selam teaser out

The Truth of Bengal: প্রকাশ্যে এসেছে রজনীকান্ত অভিনীত লাল সেলাম ছবির টিজার। এই ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম মঈদীন ভাই। ছবির পরিচালক রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত।ছবিটির টিজার লঞ্চ হয়েছে এদিন ১০ টা ৪৫ মিনিটে। ছবির টিজারে ক্রিকেট খেলা এবং ভরপুর আ্যাকশন দৃশ্যে নজর কেড়েছে।

মূলত ১৯৯৩ সালের মুম্বইতে হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমাটি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বিষ্ণু বিশাল ও বিক্রান্তকে । এই ছবিতে রজনীকান্তকে প্রধান চরিত্রে দেখা যাবে না। তবে দীর্ঘ ক্যামিও চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে।

ইতিমধ্যে সিনেমার টিজারটি প্রকাশ্যে আসার পর বেশ প্রশংসা কুড়িয়েছে।  ভরপুর অ্যাকশন দৃশ্য ও খেলাকে কেন্দ্র করে যেভাবে সিনেমাটি তৈরি হয়েছে তা যে ভক্তদের মন জয় করবে টিজার দেখে তা বলাই বাহুল্য।

Free Access

Related Articles