বিনোদন

বিকৃত নজরুল গীতি! চরম বিতর্কের মুখে এ আর রহমান!

AR Rahman

The Truth of Bengal: বিকৃত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান। নজরুল গীতি বিকৃত করায় প্রবল সমালোচনার মুখে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। ‘কারার ওই লৌহ কপাট’- এই নজরুল গীতি বাঙালির কাছে অত্যন্ত পরিচিত, জনপ্রিয় একটি গান। কাজী নজরুল ইসলামের এই গান শুনে রক্ত গরম হয় না এমন বাঙালির সংখ্যা নেহাতই হাতেগোনা। সম্প্রতি এই গানেরই রিমেক করেছেন এ আর রহমান। ‘পিপ্পা’ ছবিতে ব্যবহৃত হয়েছে সেই গান। আর তা নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়।

আর এই রিমেক গান নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন কাজী নজরুল ইসলামের পৌত্র অনির্বাণ কাজী। সংবাদ সংস্থা পিটিআইকে কাজী নজরুল ইসলামের পৌত্র অনির্বাণ কাজী বলেছেন, “আমার মা ছবিতে গানটি ব্যবহারের জন্য সম্মতি জানিয়েছিলেন। কিন্তু সুর বদলের সম্মতি দেননি। যেভাবে গানের সুর এবং ছন্দ বদল করা হয়েছে তা ভয়ঙ্কর।” পাশাপাশি এই গান নিয়ে বাঙালি গায়করা ছাড়াও বিদেশের মাটিতেও সমালোচনার ঝড় বয়ে গেছে।

নিন্দায় সরব হয়েছেন বাংলাদেশের গায়ক-গায়িকারাও।  কারার ওই লৌহ কপাট গানটি আন্তর্জাতিক বিপ্লবের গান। তাই সেই গান বিকৃত হওয়ায় সঙ্গীত জগৎ থেকে কবি, সাহিত্যিক নাট্য ব্যক্তিত্ব থেকে সমাজের বিশিষ্ট জনেরা নিন্দার মুখর হয়ে উঠেছেন। এপার বাংলার সঙ্গীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী, কবি জয় গোস্বামী , প্রাক্তন ডিজি গৌতম সেনগুপ্ত, সাহিত্যিক প্রচেন গুপ্ত সহ ওপার বাংলার সঙ্গীত শিল্পী রুনা লায়লা,ফিরদৌস আরা, সুজিত মুস্তাফা সহ নানা বিশিষ্ট জনের সরব হয়েছেন।

Free Access

Related Articles