খেলা

বিশ্বকাপ নিয়ে বিতর্কিত মন্তব্য শোয়েব আখতারের

Shoaib Akhtar

The Truth of Bengal: ২২ গজে ভারত-পাকিস্তান  ম্যাচ মানেই বরাবর একটা বাড়তি উত্তেজনা থাকে। ভারত-পাক ম্যাচে সচিন তেন্ডুলকরের ব্যাট আর শোয়েব আখতারের বলের লড়াইও ছিল দেখার মতো। গোটা ক্রিকেটবিশ্ব মুখিয়ে থাকত মাস্টার ব্লাস্টার ও পাক স্পিডস্টার শোয়েবের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য।  সেই শোয়েব আখতার এবার কার্যত বিস্ফোরক হয়ে উঠলেন । বললেন , এখনকার ক্রিকেটে তো প্রতারণা চলছে। তিন দিনে দুটো নতুন বল নেওয়া হয়।

আগে হালকা বলে খেলা হত। তখন ৬ জন ফিল্ডার সব সময় ৩০ গজ বৃত্তের বাইরে থাকত। তার পরেও সচিনেরা শতরান করত। এখনকার ক্রিকেটারেরা করে দেখাক তো দেখি। এর জন্যই আমি সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হক, জ্যাক ক্যালিসদের সম্মান করি। এর আগে শোয়েব আখতার বলেছিলেন  ২০০৬ সালে ভারত-পাক টেস্ট সিরিজের শেষ ম্যাচে শোয়েব নাকি চেয়েছিলেন ইচ্ছাকৃতভাবে সচিনকে আঘাত করতে।  এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, “আমি এটা প্রথমবার সকলকে বলছি।

ইচ্ছে করে ওই টেস্টে আমি যেমন করে হোক সচিনকে আঘাত দিতে চেয়েছিলাম। ইনজামাম আমায় বারবার বলেছিল উইকেটের সামনে বল রাখতে, তবে আমার তো লক্ষ্যই ছিল সচিনকে আঘাত দেওয়া। সেইমতো আমি ওর হেলমেটে বল মারতে সক্ষম হই এবং একইসঙ্গে মনে মনে আমি ধরে নিই, যে আমার কাজ হয়ে গিয়েছে। তবে পরে ভিডিয়ো দেখার পর বুঝতে পারি যে সচিন ওর মাথাটা বাঁচিয়ে নিতে পেরছিল। বিভিন্ন সময়েই এভাবে তিনি বিতর্কিত মন্তব্য করে থাকেন । যা নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল সাইটে । এবারের তার করা মন্তব্য ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

Free Access

Related Articles