
The Truth of Bengal: মাত্র ছয় মাসের মাথাতেই আবার পর্দায় ফিরছেন জিৎ। একজন সাধারন মানুষের চোখের সামনে অসাধারণ হয়ে ওঠা, একজন বাবা নিজের সন্তানের জন্য ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন সেটাই ফুটিয়ে তোলা হবে এই সিনেমায়। সম্প্রতি একেবারে পূর্ব কথা মত ১০ নভেম্বর মুক্তি পেল মানুষ সিনেমার ট্রেলার। সম্পূর্ণ ট্রেলারটি দু মিনিট তেত্রিশ সেকেন্ডের। সম্পূর্ণটা জুড়েই একদম ফুল প্যাক্টড অ্যাকশন। তবে এখানে দুটো আলাদা রূপের দেখা যাবে জিৎকে। কখনো সে একেবারে দুঁদে নারকোটিক্স অফিসার, আবার কখনো সে একদম সাধারণ মধ্যবিত্ত বাবা।
এই বাবা একটা সময় নিজের সন্তানকে বাঁচাতে যে কতটা ভয় না হতে পারে তারই ছবি ফুটে উঠবে এই সিনেমায়। এখানে জিতের উল্টো দিকে আমরা দেখতে পাবো আন্ডারওয়ার্ল্ড ডন রূপে জিতুকে। অপরাজিত এর নায়ক থেকে সোজা নেতিবাচক বোল্ড চরিত্রে জিতু। পাশাপাশি পুলিশ অফিসারের চরিত্র দেখতে পাওয়া যাবে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। এছাড়াও আছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
মূলায়কথা জিতের মেয়ের চরিত্রে আমরা দেখতে পাবো অয়না চট্টোপাধ্যায়কে। সম্পূর্ণ ছবিটির পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ট্রেইলারের সাথে রয়েছে বাবা মেয়ের সম্পর্কের ছোঁয়া। রয়েছে রোমান্টিক গানের ঝলক। আর সাথে দাপুটে সংলাপ। আগামী ২৪ শে নভেম্বর মুক্তি পেতে চলেছে জিৎ ফিল্মওয়ার্কস প্রযোজিত ছবি ‘মানুষ’। সম্পূর্ণ ছবিটির পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।
Free Access