রাজ্যের খবর

শ্যামা পূজা উপলক্ষে গাইড ম্যাপ প্রকাশ করা হল পুলিশের পক্ষ থেকে, এবার দেবী দর্শন আরও সহজ!

On the occasion of Shyama Puja, the guide map has been released by the police

The Truth Of Bengal : হাতে আর সময় নেই। কাল শ্যামা পুজো। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই উপলক্ষেই শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়িতে পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হলো। প্রতি বছরই এই ধরনের একটি করে গাইড ম্যাপ প্রকাশ করা হয়। মূলত শ্যামাপূজায় যাতে দর্শনার্থীদের এবং গাড়ি চালকদের কোনো সমস্যায় পড়তে না হয় এইকারণেই পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

শনিবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘন্টা পরে শ্যামা পূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ধূপগুড়িতে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত। এছাড়াও এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ ওয়াংডেন ভুটিয়া, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায় সহ অনেকে।

উল্লেখ্য, ধূপগুড়ির এই শ্যামাপূজা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম। ধূপগুড়ি শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের শ্যামাপূজার আয়োজন করা হয়। আর এই শ্যামাপূজা উপলক্ষে প্রায় চারদিন রাতভোর মানুষের ভিড় উপচে পড়ে ধূপগুড়িতে। পাশ্ববর্তী জেলা, রাজ্য এমনকি পাশ্ববর্তী বাংলাদেশ, ভুটান, নেপাল থেকেও অনেকে ধূপগুড়ির শ্যামাপূজা দেখতে আসেন। আর তাই দর্শনার্থী ও গাড়ি চালকদের সুবিধার্থে এদিন গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

FREE ACCESS

Related Articles