কালীপুজোয় এখানে দেখা যাবে না বাজির দাপট! কেন জানেন?
Khalikul people not celebrate fireworks in Kalipujo

The Truth of Bengal: খাদিকুলে বাজির রমরমা বরাবর দেখা যেত। বেআইনি বাজির সেই কারবার অভিশাপ হয়ে ওঠে। গতবছর ঘটে যায় মর্মান্তিক ঘটনা।ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৩জনের।আরও ৪জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহ বুঝিয়ে দেয়, কত ভয়ঙ্কর পরিণত হতে পারে,অপরিকল্পিত বাজি ব্যবসার।১৬মে ঘটে সেই বিস্ফোরণ। কেটে গেছে প্রায় ৬মাস ,কেমন আছে সেই খাদিকুলের মানুষগুলো,তা দেখতেই আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল এগরার প্রত্যন্ত গ্রামে ।
দেখা গেল, সেই চেনা ব্যস্ততা নেই,শান্ত –নিস্তব্ধ ভূমি এখনও অতীতকেই হাতড়ে বেড়ায়।কালীপুজো-দীপাবলীতে বাজি তৈরির তোড়জোড় একেবারেই দেখা যাচ্ছে না।বাসিন্দারা চান না আর কোনও ভানু বাগ, বাজির কারবার করুক। যাঁরা বাজি কারখানায় কাজ করতেন তাঁদের কর্মসংস্থান করেছে রাজ্য সরকার।আগামীদিনে আরও রোজগারের আশায় দিন গুণছেন অনেকে। গ্রামবাসীরা বলছেন,স্বজনহারানো রবীন্দ্র মাইতি বাদে সবার পরিবারই কাজের সুযোগ পেয়েছে রাজ্যের তরফে।
তাঁর কিছু একটা ব্যবস্থা হলে ভালোই হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গ্রীন ক্যাকার, বাজির ক্লাস্টার গড়ে বিকল্প আয়ের ব্যবস্থা করবেন।এখন সেই আশায় দিন গুনছেন খাদিকুলের সবশ্রেণির মানুষ। আলোর উৎসবের আগে দলমত নির্বিশেষে সব মানুষের একটাই প্রার্থনা, আনন্দের অনুষ্ঠানে আলোকের ঝর্ণাধারা বয়ে যাক কিন্তু বাজির দাপটে যেন আর একজনেরও প্রাণ না যায়..শব্দতাণ্ডবের বদলে আতসবাজির শ্রীবৃদ্ধ হোক।
Free Access