চাকরি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্য পুলিশে আইনি পরামর্শদাতা নিয়োগ

Job News

The Truth of Bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশে সিনিয়র লিগাল কনসালটেন্ট ও জুনিয়র লিগাল কনসালটেন্ট নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ২টি। ২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে সিভির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ইমেইল পাঠাতে হবে এই ইমেইল আইডিতে–[email protected] তে। অথবা স্পিড পোস্ট মারফত আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়- “Director General and Inspector General of Police, West Bengal, Bhabani Bhawan, Alipore, Kolkata-700027″। খামের ওপর লিখতে হবে ”Application for Legal Consultant”। একেবারে চুক্তিভিত্তিক কাজ। প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র লিগাল কনসালটেন্ট হিসাবে একজনকে ও জুনিয়র লিগাল কনসালটেন্ট হিসাবে একজনকে নিয়োগ করা হবে।

সিনিয়র লিগাল কনসালটেন্ট হিসাবে মাসে ৪০ হাজার টাকা বেতন ও জুনিয়র লিগাল কনসালটেন্ট হিসাবে মাসে ৩০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। অতিরিক্ত কোনো ভাতা দেওয়া হবে না। সরকারি ছুটি ছাড়া সবেতন ১৪ দিনের ছুটি মিলবে।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক। সিনিয়র লিগাল কনসালটেন্ট হিসাবে ন্যূনতম ১০ বছরের ফৌজদারি মামলা লড়ার অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র লিগাল কনসালটেন্ট হিসাবে ন্যূনতম ৫ বছরের ফৌজদারি মামলা লড়ার অভিজ্ঞতা থাকতে হবে।

কীভাবে প্রার্থী বাছাই করা হবে: আবেদনপত্র খুঁটিয়ে দেখে শর্টলিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ৩ সদস্যের কমিটি ইন্টারভিউ নেবে। কমিটির সদস্যদের মধ্যে একজন রাজ্য সরকারের আইন দফতরের সদস্য, বাকি দু’জন পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের সদস্য।

বাছাই করা ২ প্রার্থীকে শপথ নিতে হবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কাজ করেছেন এমন মামলায় পৃথক আইনজীবী হিসাবে লড়া যাবে না।

Related Articles