
The Truth of Bengal: আগামী ১২ নভেম্বর পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি রবীন্দ্র সরণি দিয়ে চলাচল করতে পারবে না।বিকেল ৪টে থেকে ভোর ৫টা অবধি চলাচল করতে পারবে না পণ্যবাহী গাড়ি।
স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড এবং শোভাবাজার স্ট্রিট ,ডিসি ব্যানার্জি রোড ও মদনমোহন তলা রোডে কোনও গাড়ি পার্কিং করা যাবে না।১২ নভেম্বর বিসর্জনের দিন রাতে একাধিক রোডে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
স্ট্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বিকে পাল অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ ও গিরীশ অ্যাভিনিউ।তবে প্রতিমা বহনকারী গাড়িগুলি ১২ নভেম্বর পর্যন্ত শহরে অবাধে চলাচল করতে পারবে।
free Access