সোশ্যাল মিডিয়ায় খুনসুটি! তবে কী সহ অভিনেত্রীর সাথে নতুন সম্পর্কের পথে রণজয়?
Ranjoy on the way to a new relationship with fellow actress?

The Truth Of Bengal : শোভন সোহিনী বর্তমানে টলিপাড়ার হট টপিক। রণজয়ী বিষ্ণুর সাথে সোহিনীর সম্পর্কের বিচ্ছেদ টলিপাড়ার একেবারে হট কেক। এর মধ্যে আবার তাদের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছিল বেশ আলোচনা সমালোচনা। তারপরেই তাদের বিচ্ছেদও হয়ে যায়। যদিও সিঙ্গেল থাকার পর আবারো মিঙ্গেল হতে খুব বেশি সময় নেননি অভিনেত্রী সোহিনী। মাত্র সামান্য কিছুদিন পরেই সোহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে দেখা যায় শোভনকে। এখন আবার সহ-অভিনেত্রীর সাথে রণজয়ের ঘনিষ্ঠতা নিয়েও বেশ চর্চা চলছে টলিপাড়ায়। কিছু মাস আগেই শেষ হয়েছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি। সেখানেই অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সাথে রণজয়ের জুটি বেশ পছন্দের ছিল দর্শকের। তবে তাদেরকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চলছে জোরদার খুনসুটি। কারণ গুড্ডির হাত ধরে ছবি পোস্ট করে রনজয় লিখেছেন, ‘অনেক টাকা ধার আছে, টাকা শোধ করে যা না হলে তোর মাকে বলে দেব’। আরেকটি ছবিতে বান্ধবীর কাছে কাতর মিনতি করছেন রনজয়, ‘না মানে আসলে ভুলে গিয়েছি, সবার সামনে বকিস না প্লিজ’। এই পোস্ট দেখার পরেই তাদের দুজনকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি সহ-অভিনেত্রীর সাথে নতুন করে সম্পর্কের দিকে এগোচ্ছেন রনজয়? এই নিয়েই টলি পাড়ার অন্দরে রীতিমতো কানাঘুষ চলছে।
FREE ACCESS