বিনোদন

অন্ধকারাচ্ছন্ন রাতের বুক ফুঁড়ে হাজির ‘পেত্নী’, প্রকাশ্যে ‘পেত্নী’র গা ছমছমে টিজার

Teaser of 'Petni' released

The Truth of Bengal: রাতের অন্ধকারে আচমকাই দুটো চোখ জ্বলে ওঠে। এক ঝলক দেখলেই হাড়হিম হওয়ার জোগার। এটি ‘একটি অশরীরী লৌকিক গল্প’ এমনটা লিখেই প্রকাশ্যে আনা হয়েছে পেত্নীর টিজার। চার বন্ধুকে কেন্দ্র করে ছবির গল্প। রাকা, নীলেশ, শোভন আর জুঁই। গল্পে উঠে আসে এই চারজনের লং ড্রাইভে বেরোনোর দৃশ্য। উদ্দেশ্য ছিল তাদের নিছকই মজা। অন্ধকারের মধ্যে দিয়েই এগিয়ে চলে তাদের গাড়ি।

কিন্তু তাদের সেই আনন্দের সফর পরিনত হয়ে যায় নিরানন্দে।  দূর্ঘটনার কবলে পড়ে চার বন্ধুর গাড়ি। আচমকাই নিখোঁজ হয়ে যায় চারজনের মধ্যে একজন। রাকার নিখোঁজ হওয়ার পর আবার তার ফিরে আসা। কিন্তু পরিবর্তন ঘটে যায় রাকার ব্যাবহারে। রাকার মধ্যে যেন অন্য কারোর বসবাস। প্রশ্ন এখানে।

রাকার মধ্যে কার বাস? আর কীভাবেই বা নিখোঁজ হওয়ার পর রাকা ফিরল? সেই উত্তর পাওয়া যাবে ১৭ নভেম্বর। কারণ ওই দিন থেকে আড্ডাটাইমসে দেখা যাবে ওয়েব সিরিজ পেত্নী। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ঊষসী রায়, জসমিন রায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শুভ্রজিৎ দত্ত, অনিন্দিতা রায়চৌধুরী।

Free Access

Related Articles