
The Truth of Bengal: বলিউডে চুটিয়ে অভিনয় করার স্বপ্ন তো দেখেন অনেকে। কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে পারে কজন? বাঁকুড়ার ভূমিপুত্র সুব্রত দত্ত সেই অসম্ভব কাজটাই সম্ভব করে দেখিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা বাঁকুড়া থেকে অভিনয় শুরু করে বলিউডে বর্তমানে তিনি চুটিয়ে কাজ করে চলেছেন।
ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতোকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। নয়া দিল্লি থেকে একটি বৃত্তিও পান। তারপর তাঁর যোগদান , লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে। একজন থিয়েটার শিল্পি হিসেবে এভাবেই তাঁর অভিনয় জীবনের শুরু। চলচ্চিত্রে যোগদানের আগে ৩৫ টি নাটকে অভিনয় করেছেন তিনি।
বাঁকুড়ার ছেলে হিসেবে আজ যেমন গর্বিত সুব্রত দত্ত নিজে , তেমনই সুব্রত দত্তকে নিয়ে এবং তাঁর অভিনয় জগতের স্বীকৃতি নিয়েও গর্বিত বাঁকুড়া। এবার বহুদিন পর সুব্রত দত্ত ফিরলেন নিজের পুরোনো বাড়ি বাঁকুড়াতে। বাঁকুড়া শহরের মনোহরতলার পুরোনো বাড়িতে স্মৃতিচারণ করতে দেখা গেল অভিনেতাকে। তাকেও সাদরে অভর্থনা জানালেন পরিবার সহ বন্ধুবান্ধব।
Free Access