
The Truth of Bengal,Mou Basu: রাজনৈতিক ব্যক্তিত্বদের অত্যাধুনিক অ্যাপলের আইফোনে সম্প্রতি হ্যাকিং করে ফোনে আড়ি পাতার সতর্কবার্তা পাঠানো হয়েছে। তা নিয়ে তোলপাড় চলছে দেশের রাজনৈতিক মহলে। এখন প্রায় সবার হাতেই শোভা পায় বিভিন্ন আকারের ও প্রযুক্তির স্মার্টফোন। অত্যাধুনিক দামি আইফোন না থাকলেও সবাই হাল ফ্যাশনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। বুঝবেন কীভাবে আপনার স্মার্টফোনে ম্যালওয়্যার পাঠিয়ে কেউ আড়ি পাতছে কিনা? কেউ আপনার অলক্ষ্যে আপনার গতিবিধি, ব্যক্তিগত জীবনের ওপর নজরদারি চালাচ্ছে কিনা? আপনার গোপন তথ্য, যেমন ব্যাঙ্ক ডিটেইলস, ছবি সব আপনার ফোন থেকেই হাতিয়ে নিয়ে থার্ড পার্টিকে শেয়ার করে দিচ্ছে না তো?
সাধারণত ফোনে স্পাইওয়্যার অডিও ও ভিডিও রেকর্ডিং, পাসওয়ার্ড, কিলগার, ব্যাঙ্ক ডিটেইলস, গোপন তথ্য এসব হাতিয়ে নেয়। অনেক সময় ভুল লিঙ্কে ক্লিক করলে অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে যায় এসব স্পাইওয়্যার।
কীভাবে বুঝবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে স্পাইওয়্যার আছে কিনা?
আপনার ফোনে স্পাইওয়্যার থাকলে ফোনের কাজ বিঘ্নিত হবে। ফোন স্লো হয়ে যাবে। অনেক সময় অত্যাধিক গরম হয়ে যাবে। বেশি তাড়াতাড়ি ফোনের ব্যাটারি ফুরোবে। ফোনের ডেটা তাড়াতাড়ি খতম হয়ে যাবে। পপ আপস আর উল্টো পাল্টা চেনেন না এমন অ্যাপ ফোনে ডাউনলোড হয়ে যাবে।
কীভাবে বুঝবেন ফোনে অচেনা অজানা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড হয়ে গেছে কিনা
• জোরে টিপে রাখুন পাওয়ার অফ বোতামটি যতক্ষণ না পাওয়ার অফ অপশনটি আসে। এরপর জোরে টিপে ধরে রাখুন পাওয়ার অফ অপশনটি যতক্ষণ না সেফ মোড অপশনটি আসে।
• সেফ মোডে সেটিংস অপশনে ক্লিক করুন। ফোনে থাকা অ্যাপ দেখতে পাবেন। কোনো অচেনা অজানা সন্দেহজনক অ্যাপ থাকলে সঙ্গে সঙ্গে সেই অ্যাপ আনইন্সটল করুন।
• রিস্টার্ট করুন ফোন। তারপর সেফ মোড অফ করুন।
• ফোনে অ্যান্টি স্পাইওয়্যার অ্যাপ ইনস্টল করুন।
• ফোনে ম্যালওয়্যার আছে কিনা তা দেখতে স্ক্যান করুন।
• স্ক্রিনে আসা নির্দেশ অনুসরণ করুন। ফোনের সেটিংস অপশনে গিয়ে হেড টু প্রাইভেসি অপশনে ক্লিক করুন। আদার সিক্যুরিটি সেটিংস অপশনে ক্লিক করে ডিভাইস অ্যাডমিন অ্যাপস অপশনে ক্লিক করুন। অজানা সন্দেহজনক অ্যাপ আনইন্সটল করুন।
• যদি মনে করেন ফোনের যাবতীয় তথ্য ব্যাকআপ করে নিয়ে ফ্যাক্টরি রিসেট করে নিতে পারেন।
Free Access