ব্রিজের তলায় গজিয়ে উঠেছে দোকান, সমাধানের উদ্যোগ সুন্দরবন উন্নয়নমন্ত্রীর
Namkhana Bridge

The Truth of Bengal: হাতানিয়া-দোয়ানিয়া ব্রিজের তলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দোকান। শাসকদলের বহু পুরানো নামখানা ব্যবসায়ী সমিতির দাবি, নতুন ভাবে তৈরি হওয়া নামখানা ব্যবসায়ী উন্নয়ন সমিতির এই কাজে মদত দিচ্ছে দলের একাংশ। যা নিয়ে শাসক দলের মতান্তর সামনে চলে আসছে। ব্যবসায়ীদের মধ্যে এই দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতায় এগিয়ে এলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। জানা গিয়েছে, ব্রিজ তৈরি সময় নামখানা ব্যবসায়ী সমিতির সঙ্গে প্রশাসনের একটি চুক্তি হয়। যেখানে উল্লেখ ছিল ব্রিজের তলায় কোনও দোকান বসতে পারবে না। কারণ ব্রিজে যে কোন মুহূর্তে কোনও অঘটন ঘটতে পারে।
সেই চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার পর ব্রিজ তৈরি সম্পূর্ণ হয়। তবে নতুন ভাবি গজিয়ে ওঠা নামখানা উন্নয়ন সমিতির সম্পাদক মনোরঞ্জন বেরার দাবি, ২০১৪ সালে যখন ব্রিজ তৈরি শুরু হয় তখন চারশো দোকান ভাঙা পড়ে। তাদের অনেকেই এখনও কোনও টাকা পায়নি। তাদের কথা চিন্তা করে বসানো হচ্ছে দোকান।এক বছর আগে নামখানা ব্রিজের তলায় অবৈধভাবে পাটকাঠি এবং তেল রেখে ব্যবসা করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও শিক্ষা নেয়নি অসাধু ব্যবসায়ীরা। এমন দাবি করেছি নামখানা ব্যবসায়ী সমিতি।
ব্রিজের তলায় কোনও ব্যবসায়ীর বসার কোনও প্রশ্ন নেই। ইতিমধ্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সবাইকে ডেকে বসে সঠিক সিদ্ধান্ত নিয়ে এর সুরাহা করতে। এমনটাই জানিয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা।ব্রিজের তলায় নতুন ও পুরনো ব্যবসায়ীদের দ্বন্দ্বে সামনে আসছে শাসক দলের কাজিয়া। তবে এই ঘটনার সমাধান করতে আসরে নেমেছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। উভয় তরফকে নিয়ে একটা সমাধানসূত্র বের করার চেষ্টা হচ্ছে।
Free Access