
The Truth of Bengal: বাজারে গেলেই মধ্যবিত্তের হাত পুড়ছে এনডিএ জমানায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের হার হু-হু করে বাড়বার ফলে। হু-হু করে বাড়ছে পিঁয়াজের দাম। মধ্যবিত্ত তো বটেই, সংসার টানতে ঘোর বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। পিঁয়াজের দাম যেভাবে উত্তরোত্তরভাবে বাড়ছে, তাতে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, সেসম্পর্কে এখনও কোনও দিশা দেখাতে পারেনি কেন্দ্রীয় সরকার। ফলে পিঁয়াজের দাম আদৌ কমবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সারা দেশের অন্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গেও বাড়ছে পিঁয়াজের দাম।
গত একমাসে কেজি প্রতি পিঁয়াজের দাম একলাফে অনেকটাই বেড়েছে। গত মাসে কেজি প্রতি পিঁয়াজের দাম ছিল ৩৩ টাকা। বর্তমানে কেজি প্রতি পিঁয়াজের দাম ৭০ টাকায় এসে ঠেকেছে। ব্যবসায়ীরা মনে করছেন, অবিলম্বে পিঁয়াজের দাম কমার কোনও আশা নেই। বরং পিঁয়াজের দাম আরও বেড়ে কেজিপ্রতি ১০০ টাকায় গিয়ে ঠেকতে পারে।ওয়াকিবহাল মহলের মতে, পিঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়বার কারণ চাহিদা ও জোগানের মধ্যে ঘাটতি।
উতসবের মরসুমে এই ঘাটতি তীব্র হয়েছে। যার ফল ভুগছেন সাধারণ মানুষ।রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পিঁয়াজের দাম নিয়ন্ত্রণ না করা হলে এর প্রভাব পড়বে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে। ডিসেম্বরের আগে পিঁয়াজের দাম কমার কোনও আশা নেই। ডিসেম্বরে মজুত পিঁয়াজ বাজারে ঢুকলে পিঁয়াজের দাম কমতে পারে। তার আগে এই ভোগান্তি সইতে হবে কোটি কোটি সাধারণ নাগরিককে। কেন্দ্রীয় সরকারের তরফে পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
Free Access