খেলা

বিশ্বকাপের মাঝেই দেশে গিয়েছেন শাকিব

Shakib Al Hasan

The Truth of Bengal: বিশ্বকাপ  টুর্নামেন্ট চলাকালে মাঝপথেই দেশে ফিরে গিয়েছেন সাকিব আল হাসান।  ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরেও তার ব্যতিক্রম হলো না। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হারের পরদিনই আচমকা দেশে ফিরেছেন বাংলাদেশের টাইগার অধিনায়ক।২৫ অক্টোবর সকালে দেশে ফিরেছেন সাকিব। তবে বিশ্বকাপের তে ম্যআচ তা তিনি খেলবেন । ম্যাচ ছাড়েননি ।   মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

আগামী ২৮ অক্টোবর নিজেদের পরের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। ২৭ অক্টোবর কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব । আসলে তিনি দেশের ফিরে গিয়েছেন নিজের ছোটবেলার কোচের কাছ থেকে প্রাকটিস করতে । সাকিব তার কেরিয়ারের বেশি সময় ধরে প্রাকটিস করেছেন তার ওই কোচের কাছে ।  আফগানিস্তানকে দাপুটেভাবে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। কিন্তু এরপর যেন হারের চক্রে ঘুরপাক খাচ্ছে টাইগাররা।

আফগানদের বিপক্ষে জয়ের পরের চার ম্যাচে যথাক্রমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড, স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা কাছে হেরে যায় লাল-সবুজের দল‌। ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে বাংলাদশ নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারের মুখ দেখেছে। ফলে মাত্র এক জয় নিয়ে নেট রানরেটের হিসাবে ১০ দলের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক সাকিবও বিশ্বকাপে বাজে সময় কাটাচ্ছেন। ভারতের বিপক্ষে দর্শক থাকলেও বাকি চারটি ম্যাচেই মাঠে নামেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার। ব্যাটিংয়ে চার ম্যাচে ১৪ গড়ে মাত্র ৫৬ রান করেছেন সাকিব। অন্যদিকে, বল হাতে ৫.৫৪ রান ইকোনমি রেট দিয়ে নিয়েছেন মাত্র ছয় উইকেট।

Free Access

Related Articles