
The Truth of Bengal: অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে, মালদহের মুচিয়া মহাদেবপুর রামপাড়া এলাকায়। নিহত দুজনের নাম অভিষেক হালদার (২৭) ও সুজন হালদার (২২)। দুজনের বাড়ি হব্বিপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকায়।
পুলিশ সূত্রের খবর, অষ্টমীর দিনই, তারা নতুন মোটর বাইক কেনে। এবং সেই বাইকে করেই দুই ভাই রাতে ঠাকুর দেখতে বেরোয় মালদা শহরে। সোমবার ভোরে ঠাকুর দেখে ভোরে বাড়ি ফেরার সময় তাদের মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রের খবর, মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকা থেকে একটি মিনি বাস মালদার দিকে যাচ্ছিল।
অন্য দিক থেকে দুই ভাই মোটরবাইকে করে মালদা থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে মুচিয়া মহাদেবপুরের রামপাড়া এলাকায় মোটরবাইক ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় সুজন হালদার। অভিষেককে হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায কথা জানার পরেই শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।