কলকাতা

প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পালকে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা সিবিআইয়ের, নয়া সূত্র সন্ধানে গোয়েন্দারা

Gautam Pal at CBI office

The Truth of Bengal: ওএমআর শিট কারচুপি মামলায় কাদের কী ভূমিকা ছিল তা জানতেই, সিবিআই সাড়ে পাঁচ ঘণ্টা জেরা চালালো প্রাথমিকের শিক্ষ পর্ষদের সভাপতি গৌতম পালকে। যদিও, এই জিজ্ঞাসাবাদ হয়েছে, আদালতের নির্দেশানুসারে।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই বুধবার গৌতম পালকে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে সিবিআই। সূত্রের খবর, যে সময় ওএমআর শিটের কারচুরি হয়েছে, সেই সময় গৌতম পাল দায়িত্বে ছিলেন না, প্রধান দায়িত্বে ছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু সেই সময় তাঁর নজরে এমন কোনও ঘটনার ইঙ্গিত ছিল না তা জানার চেষ্টা করছে সিবিআই।

সম্প্রতি ওএমআর শিট কারচুপির ঘটনায়, প্রস্তুতকারক সংস্থার আধিকারিক পার্থ সেন ও কর্ণধার কৌশিক মাজিকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত ওই দুজনের র্কর্ড করা বক্তব্য তুলে ধরা হয় গৌতম পালের কাছে। এমনকী তাঁদের মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়।  গৌতমবাবু  দায়িত্ব নেওয়ার পর ফের কোনও কারচুপি হয়েছে কিনা, তা জানার চেষ্টা করা হয়। রাত ১০টা ৫১ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান গৌতমবাবু।  নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান গৌতম পাল।

সূত্রের খবর, ওএমআর শিট কারচুপি কাণ্ডে, আরও কারা জড়িত রয়েছে, তা এর শিকড় কোথা পর্যন্ত বিস্তৃত, তার হদিশ পেতে চাইছে সিবিআই। এদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে ছুটির পরে আদালতে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, মুখ বন্ধ খামে সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের অগ্রগতির পাশাপাশি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারীরা এতদিন ধরে কী কী তদন্ত করেছেন, বিস্তারিতভাবে তাও জানাতে হবে রিপোর্টে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৯ নভেম্বর।

Related Articles