দেশ

নাগপুরে ইন্ডিয়া জোটের প্রথম জনসভা

First Public Meeting of Nagpur India Alliance

The Truth of Bengal: ২৪-এর লোকসভা নির্বাচন আসন্ন। লোকসভা নির্বাচনের আগে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একই ছাতার তলায় এসেছে। ইন্ডিয়া জোট উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে।ইতিমধ্যে ইন্ডিয়া জোট একাধিক বৈঠক করলেও এপর্যন্ত ইন্ডিয়া জোট কোনও জনসভা করেনি। এবার ইন্ডিয়া জোটের জনসভা আয়োজিত হতে চলেছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ইন্ডিয়া জোটের জনসভা কোথায় হবে। সূত্রের খবর, মহারাষ্ট্রের নাগপুরে ইন্ডিয়া জোটের প্রথম জনসভা আয়োজিত হতে চলেছে। নভেম্বরেই আয়োজিত হবে ওই জনসভা।

নাগপুরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের সদর দফতর। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নাগপুরে ইন্ডিয়া জোট প্রথম জনসভা করে বিজেপি তথা সঙ্ঘ পরিবারকে কড়া বার্তা দিতে চাইছে। তবে নভেম্বরের কত তারিখ নাগপুরে ইন্ডিয়া জোটের ওই জনসভা আয়োজিত হবে তা স্থির হয়নি এখনও। সূত্রের খবর, দীপাবলির আগেই ওই জনসভা হতে পারে।

নাগপুরে ইন্ডিয়া জোটের প্রথম জনসভা আয়োজিত হচ্ছে কেন, সেব্যাপারে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত হল, নাগপুর শহরটি মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার প্রধান শহর। এছাড়া মহারাষ্ট্রের এই বিদর্ভ এলাকাতেই সবচেয়ে শক্তিশালী কংগ্রেস।এর আগে ঠিক হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম জনসভা আয়োজিত হবে। কিন্তু সেই পরিকল্পনা পরে বাতিল হয়ে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগপুরের জনসভা থেকে ইন্ডিয়া জোট কী বার্তা দেয়, এখন তাই দেখার।

Free Access

Related Articles