
The Truth of Bengal,Mou Basu: সাবেকি নিষ্ঠাভরে দুর্গাপুজোর জন্য প্রতিবছরই দর্শনার্থীদের ঢল নামে দেশ-বিদেশের বিভিন্ন রামকৃষ্ণ মিশনের পুজোয়। এবছর রামকৃষ্ণ মিশনের পুজো চাক্ষুষ করার জন্য দর্শনার্থীদের সুযোগ করে দিচ্ছে রাজ্যের পরিবহণ দফতর। মহাষ্টমীর দিন পুণ্যতীর্থ জয়রামবাটীর শ্রীশ্রী মা সারদার জন্মভিটের পুজো দেখার আর কামারপুকুরে শ্রীশ্রী পরমহংস রামকৃষ্ণদেবের জন্মভিটেও ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। রাজ্য পরিবহণ দফতর বিশেষ এক্সিকিউটিভ বাসের আয়োজন করবে।রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, আগামী ২২ অক্টোবর মহাষ্টমীর দিন ভোর ৫টায় এসপ্ল্যানেড থেকে আর বারাসাত থেকে ভোর সওয়া ৪টেয় একটি করে এক্সিকিউটিভ বাস ছাড়বে।
বাসে এসপ্ল্যানেড ট্রাম ডিপো, বাগবাজার বাটা আর ডানলপ মোড় থেকে ওঠা যাবে। জয়রামবাটীতে মায়ের বাড়ির পুজো দর্শনের পর ফিরতি পথে কামারপুকুর দর্শন করানো হবে। নন এসি বাসে জনপ্রতি ভাড়া এসপ্ল্যানেড থেকে ৬০০ টাকা আর বারাসাত থেকে ৭০০ টাকা করে। ৫ বছরের ঊর্ধ্বে সবার ভাড়া লাগবে। বাসে প্রত্যেককে হালকা মুখরোচক খাবার, চা/কফি পরিবেশন করা হবে।অনলাইনে www.wbtconline.in এর মাধ্যমে বুকিং করা যাবে।
এছাড়াও সরাসরি এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস, এসপ্ল্যানেড বাস টার্মিনাস, হাওড়া বাস টার্মিনাস (সিটিসি ও সিএসটিসি বুকিং অফিস), যাদবপুর ৮বি বাস টার্মিনাস, গড়িয়া ৬ নম্বর বাস টার্মিনাস, বেহালা ১৪ নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো (সিটিসি অফিস), মিলেনিয়াম পার্ক লাগোয়া ভেসেল বুকিং কাউন্টার, বারাসাত কলোনি মোড় সিটিসি বুকিং কাউন্টার, হাবরা বাস ডিপো, শ্যামবাজার ট্রাম ডিপো ও গণেশচন্দ্র অ্যাভিনিউ ও আরএন মুখার্জি রোডে পরিবহণ দফতরের অফিস থেকে বুকিং করা যাবে।প্রতিটি বাস, ট্রাম ও লঞ্চে দর্শনার্থীদের সাহায্য করার জন্য যাত্রীসহায়ক থাকবেন। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকবে।
বিস্তারিত তথ্য জানতে ফোন করুন ৯৮৩০১৭৭০০০ নম্বরে অথবা ০৩৩-২২১২-১২১২/১৩/১৪/১৫, ০৩৩-২২৩৬-০৪৬২/০৪৬৩, ৮৬৯৭৭৩৩৩৯১/৯২ নম্বরে।
Free Access