ছাত্রীকে যৌননিগ্রহের অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে, প্রতিবাদ বিক্ষোভ পড়ুয়াদের
North Bengal University

The Truth of Bengal: বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ বটানি বিভাগের জুনিয়র রিসার্চ ফেলোর এক ছাত্রী ভয় দেখিয়ে যৌন নির্যাতন করছেন বিভাগীয় প্রধান। বিষয়টি সামনে আসতেই, শুরু হয়েছে বিক্ষোভ।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বটানি বিভাগের জুনিয়র রিসার্চ ফেলোশিপের এক ছাত্রী বিভাগীয় প্রধান জ্ঞানবিকাশ ভান্ডারির অধীনে গবেষণা করছেন। যেহেতু তিনি সুপারভাইজার, তাই নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন।
নিগৃহীতা ছাত্রীর দাবি, প্রায় তিন বছর ধরে যৌন নির্যাতন চালিয়েছেন জ্ঞানবিকাশ। বারবার আপত্তি জানানো সত্ত্বেও তিনি গুরুত্ব দেননি। বরং হুমকি দিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে এলে, ফল ভালো হবে না। পড়াশুনার ক্ষতি হবে ভেবে প্রথমে নীরব ছিলেন শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী। অবশেষে মঙ্গলবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে তিনি অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার অভ্যন্তরীণ তদন্তও শুরু করা হয়েছে। যদিও অভিযুক্ত বিভাগীয় প্রধান, নিজের সম্পর্কে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, এক ছাত্রী অভিযোগ করেছেন, সেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়া হয়েছে। দোষী প্রমাণিত হলে, কড়া পদক্ষেপ করা হবে। এদিকে, বিভাগীয় প্রধানের অপসারণ চেয়ে, মৌন অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়ারা।