নেতাজির কোদালিয়ার বাড়ির দুর্গাপুজো মানেই ঐতিহ্য এবং ইতিহাসের মিলনক্ষেত্র
Durga Puja 2023

The Truth of Bengal: থিমের ভিড়ে আজও একইরকম নেতাজি বাড়ির পুজো। মায়ের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ার এই বাড়িতেই দুর্গাপুজোর সময় আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলে বা দেশের বাইরে থাকলে অবশ্য আসতে পারতেন না। না হলে প্রতিবার তিনি এই পুজোয় আসতেন। এলাকার বয়স্করা অনেকেই স্বচক্ষে দেখেছেন নেতাজিকে। বাড়ির পুজোয় এলেও এই অঞ্চলের বিপ্লবীদের সঙ্গে আলোচনায় বসতেন তিনি। কোদালিয়ার নেতাজি বাড়ির পুজো ঘিরে ছড়িয়ে আছে এমন সব ইতিহাস।
বর্তমানে বসু পরিবারের উত্তরসূরিরা এই পুজোর আয়োজন করেন। এখন এই পরিবারের বেশিরভাগ সদস্য দেশে ও বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। তবে দুর্গাপুজোর অষ্টমীতে তাঁরা সবাই প্রায় এখানে আসেন। প্রায় আড়াইশো বছরের পুরনো এই পুজোর প্রতিমা সাবেক ধাঁচের। বসু বাড়ির ঠাকুর দালানেই প্রতিমা তৈরির কাজ চলছে। মহালায়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় পুজো। এই পুজোর পুরোহিত সুনীল চক্রবর্তী জানান, তিনি ১৯৭৫ সাল থেকে এই পুজো করে আসছেন।
বসু পরিবারের প্রতিবেশী ও রাজপুর-সোনারপুর পুরসভার বর্তমান পুরপ্রধান পল্লব দাস জানিয়েছেন, সাবেকপ্রথা মেনে ঐতিহ্য অনুযায়ী বসু পরিবারের পুজোর আয়োজন করা হয়৷ নেতাজির বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলার বহু মানুষ। এলাকার মানুষের কাছে কোদালিয়ার নেতাজি বাড়ির এই পুজো বিশেষভাবে ঐতিহ্যশালী। যে পুজোয় খোদ নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন, সেই পুজো দেখার গুরুত্বই আলাদা তাঁদের কাছে। আশপাশে অনেক বড় পুজো হয়। যার অনেকগুলি থিম পুজো। আড়ম্বরের ভিড়ে আজও এতটুকু গুরুত্ব কমেনি নেতাজি বাড়ির পুজোর।
Free Access