
The Truth of Bengal: শুধুমাত্র লাল-সাদা রং নয়। নয়া সাজে ধরা দিচ্ছে এয়ার ইন্ডিয়া বিমান। বলা চলে একেবারে নতুন রূপে আত্মপ্রকাশ এয়ার ইন্ডিয়ার! টাটা গোষ্ঠী ইতিমধ্যেই অধিগ্রহণ করেছে উড়ান সংস্থাটি। গত আগস্টেই জানা যায়, এয়ার ইন্ডিয়া বিমানের চেহারার বদল ঘটতে চলেছে। অবশেষে শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করা হয়। লাল-বেগুনি-সোনালি রঙের সমাহার এবং নতুন লোগো ‘দ্য ভিস্তা’ দেখে চোখই সরছে না নেটিজেনদের।
এয়ার ইন্ডিয়ার-এ ৩৫০ বিমানের যে ছবিটি শেয়ার করা হয়েছে সেটি দাঁড়িয়ে রয়েছে ফ্রান্সের টাইলাউজের ওয়ার্কশপে। ঝকঝকে স্মার্ট লুকের বিমানটি শীতে উড়ান শুরু করবে। নতুন করে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে এই নতুন চেহারা দেওয়া হয়েছে। তবে লাল-সাদা রঙের এয়ার ইন্ডিয়ার বিমানের চেহারা মানুষেক মনে গেঁথে রয়েছে। কিন্তু নতুন লুকে সেই চেহারা পালটে আরও আধুনিক ও ঝকঝকে করতে চেয়েছে টাটা গোষ্ঠী।
তবে এবার লাল ও সাদার সঙ্গে যোগ হয়েছে বেগুনি ও সোনালি। অর্থাৎ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের দিকেই নজর দেওয়া হয়েছে। তবে নয়া লোগোর দেখা মিলবে ২০২৫ সালে। এমনটাই জানিয়েছেন সংস্থার আধিকারিকরা। সবমিলিয়ে এয়ার ইন্ডিয়ার এই নতুন রুপ মানুষ যে বেশ পছন্দ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
Free Access