বিনোদন

প্রকাশ্যে ‘টাইগার ৩’ প্রথম ঝলক

Tiger3

The Truth of Bengal: কিংখান অভিনীত জওয়ান এর রেশ কাটতে না কাটতে এবার যশ চোপড়ার  জন্মদিনে সামনে এলো ভাইজান অভিনিত ছবি টাইগার ৩ প্রথম ঝলক। ছবির জন্যে দীর্ঘ অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। প্রকাশ্যে আসা টিজারে দেখা যাচ্ছে টাইগার এখনও বেঁচে আছেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি মেসেজ দিচ্ছেন। আভিনাশ সিং রাঠর ওরফে টাইগার জানান তিনি ২০ বছর ধরে ভারতের সুরক্ষা করে আসছে ।

তার পরিবর্তে তিনি দেশের থেকে কিছুই চাননি। তবে এবার দেশের কাছে নিজের ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে টাইগার ।  দেশদ্রোহীর তকমা পাচ্ছেন টাইগার। তিনি বলেন দেশবাসী যেন তার ছেলে কে জানায় তার বাবা দেশদ্রোহী নাকি দেশপ্রেমী । শেষে তিনি বলেন যতক্ষণ টাইগার বেঁচে আছে ততখন সে হারবে না। ট্রেলার প্রকাশ্যে আসার আগেই ১ মিনিট ৪৩ সেকেন্ডের টিজার দেখেই কিছুটা হলেও গল্পের আঁচ পাওয়া গেল। টিজার মুক্তি পাওয়ার পরই বাড়তি উত্তেজনা দেখা যায় ভাইজান ভক্তদের মধ্যে।

ভক্তরা আগে ভাগেই ভবিষ্যতবাণী করে ফেলেছেন শাহরুখ অভিনীত দুই সুপারহিট ছবি পাঠান ও জওয়ান হাজার কোটির রেকর্ড করলেও টাইগার ৩ সেই সব রেকর্ড ভেঙে ফেলবে। টাইগারের হাতে রয়েছে বিশাল আকার বন্ধুক । সেই বন্দুকের গুলিতেই শত্রুদের কুপকাত করছেন টাইগার। সাথে রয়েছে সেই দুর্ধর্ষ লুক আর স্টাইল। ছবি মুক্তি পাবে চলতি বছর দিওয়ালীতে । এবার দেখার জওয়ানকে টক্কর দিতে পারে কিনা টাইগার ৩ ।

Free Access

Related Articles