ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, রেলের নির্মাণকাজে যুক্ত ২ ব্যক্তির উপর হামলা
সেখানেই কর্মরত ২ কর্মীর উপর আচমকা হামলা চালায় মাওবাদীরা

The truth of Bengal: চব্বিশে লোকসভা নির্বচনের আগে ফের মাথাচাড়া দেওয়া শুরু করল মাওবাদীরা। ঝাড়খণ্ডের রাঁচির কাছে হামলা চালালো মাওবাদীরা। ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং রেললাইন নির্মাণের সঙ্গে যুক্ত ২ কর্মীর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের চাঁন্দওয়া জেলার লাতেহার এলাকায় চাট্টি নদীব্রিজের কাছে, রেললাইন নির্মাণের কাজ চলছিল। সেখানেই কর্মরত ২ কর্মীর উপর আচমকা হামলা চালায় মাওবাদীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের চারটি গাড়িতে। সূত্রের খবর, ওই এলাকায় তোলাবাজির কারণে আসে মাওবাদীরা। কিন্তু সেখানে নির্মাণ সংস্থার কোনও পদস্থ কর্তাদের না পেয়েই তারা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পাওয়ার পরেই এলাকায় পৌঁছয় চাঁন্দওয়া থানার পুলিশ। কিন্তু, কাউকে করা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রশাসনিক সূত্রের খবর, ওই এলাকায় রেলের নতুন লাইন নির্মাণের কাজ চলছে। ওই সংস্থাকে নিরাপত্তা যেতা দেওয়া যায়, সে বিষয়ে উচ্চ পদস্থ কর্তাদের কাছে আবেদন করা হয়েছে।