
The Truth of Bengal: নিজের সর্বকালীন রেকর্ড ভেঙে নিজেই নতুন মাইলস্টোন গড়লেন বলিউড বাদশা। ৮ দিনেই বক্স অফিসের ক্যাশবক্স কার্যত উপচে পড়ছে। সেই বিজয়রথ নিয়েই এবার জওয়ানের সাকসেস পার্টিতে হাজির শাহরুখ খান। আকাশ ছোঁয়া সাফল্যের জন্য মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করলেন শাহরুখ।
বাদশার হেয়ারস্টাইল, ড্রেসআপকে ছাপিয়েও তার ক্যারিশমাটিক নেচার নজর কেড়েছে প্রত্যেকের। মঞ্চে শাহরুখের হাতে যখন মাইক, তখন মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় দর্শকাশনে বসে থাকা প্রত্যেককে। এদিন নয়নতারা ছাড়া জওয়ানের গোটা টিমই উপস্থিত ছিল এই পার্টিতে।
View this post on Instagram
তবে নয়নতারা না আসলেও শাহরুখের লাকি চার্ম দীপিকা পাডুকোনকে নিয়েই মঞ্চ কাঁপাতে দেখা যায় কিং খানকে। জওয়ানের ছালেয়া গানে দুই তারকার সুপারদিট পারর্ফম্যান্স মুহূর্তে চারপাশের পরিবেশটা যেন বদলে দেয়। মুহুর্মুহু শোনা যায় হাততালি ও সিটির শব্দ। সেই ভিডিওই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল।