
The Truth of Bengal: ঘৃণার বাতাবরণ তৈরি হয়েছে দেশের মধ্যে, জাতি দাঙ্গা, বর্ণ বৈষম্যের বিষ ছড়িয়ে পড়ছে দেশের মধ্যে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতেই রাহুলের স্লোগান দেশের কোনায় কোনায় তিনি খুলতে চান মহব্বত কি দুকান। আর এই স্লোগানকে হাতিয়ার করেই প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাফল্য পেয়েছিলেন। তার ফল মিলেছিলে গেরুয়াশিবিরের একমাত্র দক্ষিণী গড় কর্ণাটকে।
চলতি বছরে আগামী পাঁচ রাজ্যের নির্বাচনে সেই একই ফর্মুলায় হাঁটতে চলেছে কংগ্রস। প্রস্তুতি শুরু হয়েছে, দ্বিতীয় দফার রাহুলের ভারত জোড়ো যাত্রা। শনিবার থেকে তিন দিনের জন্য হয়দরাবাদে বসছে কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানে প্রধানত পাঁচ রাজ্যের নির্বাচনকে যেমন পাখির চোখ করে আলোচনা হবে, তেমনই, পরিকল্পনা থাকবে চব্বিশের নির্বাচনী প্রচার কৌশল। কংগ্রেস সূত্রের খবর, বৈঠকে পৌরহিত্য করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত থাকবেন, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও
চলতি বছরের শেষ দিকেই রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গনা এবং মিজোরামে ভোট। রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পাঁচটি রাজ্যেই যে তারা জয় পাবে, এ ব্যাপারে প্রায় ১০০ শতাংশ নিশ্চিত। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ বলেছেন, সোমবার হায়দরাবাদের রাস্তায় বড় মিছিলের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের উদ্দেশে ৬টি বিশেষ ঘোষণা করা হবে। তাঁর দাবি, তেলেঙ্গনায় বড় ধরণের রাজনৈতিক পট পরিবর্তন আনতে চলেছে কংগ্রেস। পাশাপাশি, ফের একবার ভারত জোড়ো যাত্রা নিয়ে আলোচনা করা হবে।