রাজ্যের খবর

জিআই সার্টিফিকেট বিলি চাষিদের! খুশি মালদার আম চাষিরা

GI Certificate

The Truth of Bengal: দীর্ঘদিনের দাবি ছিল জিআই তকমা দেওয়ার। মালদার বিখ্যাত হিমসাগর, ফজলি এবং লক্ষণভোগ আমের জিআই তকমা মিলেছে। রফতানিকারক থেকে ক্রেতা-বিক্রেতাদের এবার থেকে আর মালদার এই সুস্বাদু তিন প্রজাতি আমের গুণগত মান যাচাই করতে হবে না। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত জিআই তকমা থাকবে এই তিন প্রজাতির আমে। কিছু চাষিরা হাতে শংসাপত্র তুলে দিল প্রশাসন। সরকারের জিআই স্বীকৃতি পাওয়ার পর এখন আম ব্যবসার সঙ্গে যুক্ত চাষি সহ সবার মুখে হাসি ফুটেছে।

মালদার তিন প্রজাতি আমের ক্ষেত্রে জিআই শংসাপত্র বিতরণ অনুষ্ঠান হ, সরকারি উদ্যোগেয়‌। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নিতিন সিংহানিয়া, উদ্যানপালন দগতরের জেলা আধিকারিক সামন্ত লায়েক সহ বিশিষ্ট জনেরা। প্রশাসনের উদ্যোগে সরকারি স্বীকৃতি পেয়ে খুশি আম চাষিরা।

জেলার অন্যতম অর্থকরী ফসল হল আম। বহু মানুষ এই আম চাষের সঙ্গে যুক্ত। বিভিন্ন ভাবে সেই আমচাষিদের পাশে থাকে জেলা প্রশাসন। এবার সেই চাষিদের হাতে তুলে দেওয়া হল জিআই শংসাপত্র। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এইসব প্রজাতির আম চাষ করে সুনাম অর্জন করেছেন মালদার চাষিরা। সে ক্ষেত্রে দেশ-বিদেশে এই আমের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে নতুন করে আর কোনও মানদণ্ড থাকল না। জিআই তকমা দেখলেই আমের সম্পূর্ণ গুণগত মানের বিষয়টি নিয়ে ক্রেতা, রফতানিকারক অথবা ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ থাকবে না।

 

Related Articles