খেলাবিনোদন

ব্যাট হাতে আয়ুষ্মান! তাহলে কি সৌরভের বায়োপিক অভিনেতাকে দেখা যাবে?

Ayushmann Khurrana

The Truth of Bengal: বলিউডে খেলোয়াড়দের জীবন নিয়ে তৈরি বায়োপিক বা জীবনীচিত্রর ট্রেন্ড চলছে বিগত বেশ কিছু বছর ধরেই। ইতিমধ্যেই ধোনি থেকে কপিলদেব একাধিক ক্রিকেট তারকার খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত লড়াই উঠে এসেছে পর্দায়। এবার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে আয়ুষ্মান। এর আগে মে মাসের শেষের দিকে প্রযোজক অঙ্কুর গর্গ এবং পরিচালক লাভ রঞ্জন এই ছবি নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিলেন সৌরভের বেহালার বাড়িতে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই ছবির জন্য আয়ুষ্মান খুরানাকে যেতে হবে কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। বহুদিন থেকেই সৌরভের বায়োপিক নিয়ে নানা গুঞ্জন ফিল্মপাড়ায়। প্রথমে এই বায়োপিকে অভিনয়ের ক্ষেত্রে নাম এসেছিল রণবীর কাপুরের।

তবে এই গুঞ্জনে ঢুকে পড়লেন আয়ুষ্মান! সৌরভের বায়োপিক নিয়ে আয়ুষ্মান জানালেন, ”এখনই এই ছবি নিয়ে বলার মতো কিছু নেই। খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা করা হবে, তারপর অবশ্য়ই এই ছবি নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেব। এই ছবি নিয়ে কথা গুঞ্জন চলাকালীন,এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্যাট হাতে আয়ুষ্মানের একটি ছবি। এই নিয়ে শোরগোল দর্শক মহল। দর্শক মহলের বেশকিছু জন ভাবছেন সৌরভের বায়োপিক থাকছে আয়ুষ্মান। প্রসঙ্গ, সৌরভের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। কবে শুটিং শুরু, কোথায় কোথায় শুটিং হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, দাদার ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে? তা এখনো স্পষ্ট নয়।

তবে সৌরভ অবশ্য আগেই জানিয়েছিলেন নিজের চরিত্রে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। গত ফেব্রুয়ারিতে সেই জল্পনা আবার উসকে দিয়েছিলেন খোদ রণবীর। ছবির প্রচারে কলকাতায় এসে ইডেনে সৌরভের সঙ্গে একটি ম্যাচ খেলেন তিনি। মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। তারপরই মনে করা হচ্ছিল, ‘দাদা’র বর্ণময় ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরবেন ‘রকস্টার’ রণবীরই। জানানো হয়েছিল, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হবে। তবে এমন খবর তো আর বেশিদিন চাপা থাকে না! আয়ুষ্মানের নাম প্রকাশ্যে চলেই এল। চরিত্রকে আপন করে নিতে তিনি ভালভাবেই পারেন। তাই চ্যালেঞ্জটা নিয়েই ফেললেন।

Related Articles