ব্যবসা

৩০ সেপ্টেম্বরের আগেই করে ফেলুন এই কাজ, নয়তো ফ্রিজ হতে পারে অ্যাকাউন্ট

enior Citizen Savings Scheme

The Truth of Bengal: ভবিষ্যত সুরক্ষার জন্য অনেকেই নানা জায়গায় বিনিয়োগ করে থাকেন। তার মধ্যে রয়েছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এর মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি। অনেকেই হয়তো অনেক আগে থেকেই এই অ্যাকাউন্টগুলি খুলেছেন এবং দীর্ঘমেয়াদী সেভিংস করেছেন। কিন্তু একটি ছোট্ট ভুলের জন্য হয়, আপনার এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়ে যেতে পারে। আমানতের অ্যাকাউন্টগুলি সচল রাখতে অবিলম্বে পোস্ট অফিসে বা ব্যাঙ্কে নিজের আধার নম্বর সংযুক্ত করিয়ে নিন। নইলে গচ্ছিত টাকা ফ্রিজ হয়ে যেতে পারে। সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৩

প্রশাসনিক সূত্রের জানানো হয়েছে, পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে এই ধরনের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি চালু রাখার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার নম্বর সংযুক্ত করাতে হবে। আর তা না করা হলে, ৩০ সেপ্টেম্বরের পর আপনার এই প্রকল্পগুলির খাতা বন্ধ করে দেওয়া হবে।

বিধি অনুসারে পিপিএফ, এনএসসি এবং অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে আধার এবং প্যান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, যাঁরা এই ধরনের প্রকল্পে টাকা সঞ্চয় করেন, তাঁদের জন্য আধার নম্বর বাধ্যতামূলক।

অ্যাকাউন্ট ফ্রিজ হলে যে অসুবিধাগুলি হবে

সুদ বকেয়া থাকলে তা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে নতুন করে জমা হবে না।

পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।

অ্যাকাউন্টে ম্যাচিউরিটির টাকা জমা পড়বে না।

বিধি অনুসারে ছয় মাসের মধ্যে আধার নম্বর জমা না করলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে।