
The Truth of Bengal: এই বছর পুজোয় মুক্তি পাবে দেবের ‘বাঘাযতীন’। সেখানেই ক্ষুদিরামের চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে তরুণ অভিনেতা সামিউল আলমকে। সহজ পাঠের গপ্পো’র সুবাদে অভিনয়ে প্রথম পা রেখেছিল এই তরুণ অভিনেতা। প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছিল শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে। এবার দেশের সর্বকনিষ্ঠ শহীদের ভূমিকায় সামিউল আলম।
দেবের ‘বাঘাযতীন’-এ উঠে আসবে কমপক্ষে ৯২টি ঐতিহাসিক চরিত্র, যার মধ্যে অন্যতম ক্ষুধিরাম বসু। বাঘা যতীনের সাথে ক্ষুদিরামের সংযোগ ও আন্দোলনে তার অবদান কি ছিল সেই দৃশ্যই ফুটে উঠবে বাঘাযতীন সিনেমায়। সেই পরিপ্রেক্ষিতেই ক্ষুদিরামের ভূমিকায় সামিউল এর অভিনয়ের ছোট্ট একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় দেবের ইনস্টাগ্রাম প্রোফাইল। এই ছবির পরিচালক অরুণ রায়। ক্ষুদিরামের চরিত্রে অভিনয় প্রসঙ্গে সামিউল জানান,ওঁনার মতো শহীদের চরিত্রে আমি অভিনয় করতে পারছি এটা ভেবেই আমি গর্বিত।
আর আমাদের পরিচালক অরুণ রায় ক্ষুধিরাম সম্পর্কে সবটা আমাকে শিখিয়ে নিয়েছেন। আসলে ক্ষুধিরাম সম্পর্কে তো আমরা সকলেই জানি, তবে অভিনয় করতে গেলে সেটা তো একটু অন্যরকমভাবে ফুটিয়ে তুলতে হয়। আত্মবিশ্বাস ঝরে পড়ল সামিউলের গলায়। এর আগে ছোট পর্দায় নেতাজি ধারাবাহিকে ক্ষুদিরাম বসুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সামিউলকে। এবার বড়পর্দায় বাঘাযতীন সিনেমায় ক্ষুদিরামের চরিত্র কেমন ফুটিয়ে তুলবে তারই অপেক্ষায় রয়েছে দর্শক মহল।