খেলা

নর্থ-ইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণ! কাড়গড়ায় লাল-হলুদ সমর্থকরা

East bengal vs northeast united match racist incidents

The Truth of Bengal: এবার বর্ণবিদ্বেষী বিতর্কে জড়াল ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। সৌজন্যে তাঁদের একনিষ্ঠ সমর্থকরা। গত মঙ্গলবার, যুবভারতী স্টেডিয়ামে নর্থ-ইস্ট সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবেদ্বিষী মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি করে ইস্টবেঙ্গলের সমর্থকরা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে, পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়তে হয় একাধিক নর্থ-ইস্ট সমর্থকদের।

অন্যদিকে এই ঘটনায় ৬ জন লাল হলুদ সমর্থকদের মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই দুই দলই বর্ণবিদ্বেষের অভিযোগ স্বীকার করেছে। একদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফ্যানদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেছে। অন্যদিকে, নর্থ-ইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

এদিকে গোটা বিষয়টি নজর এড়ায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। নর্থ-ইস্টের বিবৃতি রিটুইট করে সচিব সাজি প্রভাকরণ লেখেন, ‘এই খবর শুনে স্তম্ভিত। আমরা বিষয়টি দেখছি। এই বিষয়ে আমরা কোনও ছাড় দেব না। ভারতীয় ফুটবল থেকে এই ধরনের বিষয়গুলি মুছে ফেলতে আমরা বদ্ধপরিকর।’ একইসঙ্গে ইস্টবেঙ্গলের বিবৃতির প্রশংসাও করেছেন সাজি।