বাংলা লোকগানের প্রতি ‘মায়ার বন্ধন’! বেঙ্গালুরু মাতাচ্ছে বাংলা ব্যান্ড ‘মায়া’
Maya band concert at Bangaluru

The Truth of Bengal: কেউ আইটি সেক্টরে কাজ করেন। কেউ শিক্ষাজগতের সঙ্গে যুক্ত আছেন। বাড়ি ছেড়ে ওরা আছেন প্রবাসে। কিন্তু, বাংলার সঙ্গে আত্মিক সম্পর্ক ছিন্ন করেননি। প্রবাসেও তাঁরা বাঁচিয়ে রেখেছেন নিজেদের সত্ত্বা। বাংলা লোকগানের সাধনার মধ্য দিয়ে তাঁরা প্রবাসে চর্চা করে চলেছেন বাংলা সংস্কৃতি। কয়েকজন সঙ্গীতপ্রেমী গড়ে তুলেছেন বাংলা ব্যান্ড। নাম ‘মায়া’। বাংলা লোকগানের মাধ্যমে তাঁরা শ্রোতাদের মায়ার বন্ধনে বেঁধেছেন।
সঙ্গীতের প্রতি ভালবাসা থেকে বাঙালি ও অবাঙালি ৬ সঙ্গীতপ্রেমী গড়ে তুলেছেন লোকগান চর্চার ব্যান্ড ‘মায়া’। এক বছর বয়স হওয়ার আগে সেই ব্যান্ড বেশ জনপ্রিয় হয়েছে। এই ব্যান্ডের দৌলতে প্রবাসে বাঙালিরা সুযোগ পাচ্ছেন বাংলা গান শোনার। আগামী দিনে অ্যালবাম বের করার পরিকল্পনা আছে। সায়ানি চ্যাটার্জি ও গার্গী চক্রবর্তী মায়া ব্যান্ডের ভোকালিস্ট। বাকি সদস্য নবনীত মণ্ডল, মির আকাশ, প্রণব কাপাডিয়া, সোমশঙ্কর নস্কর যন্ত্রানুসঙ্গী হিসেবে যুক্ত আছেন ব্যান্ডে।
ব্যান্ডের লিড সিঙ্গার সায়নি চ্যাটার্জি শ্রুতিনন্দন, বাণীচক্র এবং প্রাচীন কলা কেন্দ্র থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় ও রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেন। বাকিদেরও শাস্ত্রীয় সঙ্গীতের ওপর দখল আছে। তবে একটি বিষয়ে প্রত্যেকের পছন্দ এক। তা হল বাংলা লোকগান। এখন এই ব্যান্ড আবার ভারতীয় অন্যান্য ভাষার লোকগানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। বাংলা লোকগানের প্রতি ভালবাসা থেকে গড়ে ওঠা প্রবাসের এই ব্যান্ড এখন নজর কাড়ছে বেঙ্গালুরুতে। দিনদিন আরও জনপ্রিয় হচ্ছে ‘মায়া’।