রাজ্যের খবর

জঙ্গলমহল এখন নিত্য-নতুন শিল্পের ঠিকানা

Jangalmahal art

The Truth of Bengal: জঙ্গলমহলে এখন নিত্য-নতুন কারবারের ঠিকান গড়ে উঠছে। দেশ-বিদেশের ব্যবসায়ীরাও গাছ-গাছালি ঘেরা আলোকিত প্রান্তরকে ব্যবহার করতে মরিয়া।বাজার চাঙ্গা হওয়ায় ব্যবসার গতি বেড়েছে।মানুষের হাতে পয়সা আসায় বেচাকেনাও জমজমাট হচ্ছে।আর বড়শিল্পের সঙ্গে অনুসারী শিল্পের দুয়ার খুলছে।তাই যাঁরা চাকরি করে সংসার চালানোর ভাবনা  ছেড়ে নিজে কিছু করার উদ্যোগ নিচ্ছেন।যাঁদের তালিকাটা ক্রমশ বড় হচ্ছে।সেই তালিকায় এবার জায়গা করে নেওয়ার চেষ্টায় বিনপুরের রতনপুরের স্বাগতা ভট্টাচার্য।

গতবছর থেকেই জাঙ্ক জুয়েলারিতে নজরকাড়ার পর এবার রাখি তৈরিতেও তাক লাগাতে চান।এবার ৩০অগাস্ট রাখি পূর্ণিমা।বাঁধন শক্ত করতে বোনেরা যেমন ভাইয়েদের হাতে রাখি পরাতে চান,তেমনই স্বাগতা এই সময়ে নিত্যনতুন ডিজাইন যুক্ত করে লক্ষ্মীলাভের স্বপ্ন দেখছেন। বাবা সামান্য কৃষক। মাঝেমধ্যে দু- চার ঘরে যজমানি করেন।বাবার আর্থিক ভার কমাতে কাঁধে জোয়াল তুলে নিতে এগিয়ে এসেছেন মেয়ে।বাবা-মেয়ের যুগলবন্দীতে চলছে সংসার।এরমধ্যে এমএ পাস করে মেধার প্রমাণ দিয়েছেন।

এখন নিট পরীক্ষা দিচ্ছেন।অবসর সময়ে শ্রম আর বুদ্ধি দিয়ে নিত্য-নতুন শিল্পসৃষ্টি করছেন।আশা এই রকমারী সামগ্রী তাঁকে স্বনির্ভরতার আলো জোগাবে,আর্থিকভাবে শক্তিশালী করবে।তেইশে স্বাগতার বড় চমক,মাটি-মেটালের রাখি তৈরি করে ক্রেতাদের কাছে টানা।নিজের হাত খরচ জোগাড় করার লক্ষ্যে স্বাগতা শুরু করেন নিজের ব্যবসা। মূলত অনলাইনে গয়নার অর্ডার নিয়ে বানিয়ে দিচ্ছেন গ্রাহকের পছন্দমতো।আর মরসুমী কারবার হিসেবে রাখিতে বৈচিত্র্য এনে বিজনেসে আলাদা কিছু করার উদ্যম নিচ্ছেন।জঙ্গলমহলের কন্যার আশা এই নতুনত্বের হাত ধরে একদিন তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠবেন।

Related Articles