
The Truth of Bengal: কলকাতা পোর্ট ট্রাস্টের বহু অব্যহৃত জমি পড়ে রয়েছে। সেগুলিকে ব্যবহার করতে পারলে, বহু মানুষের বাসস্থান তৈরি করে দেওয়া যেত। চেতলা লক গেট ব্রিট উদ্বোধন করতে এসে এ কথাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, বিজেপি নেতৃত্ব বাংলার মানুষকে পছন্দ করে না, তাই ঘৃণার আচরণ করছে।
বাংলার পাশাপাশি কলকাতা আগের থেকে অনেকটাই সেজে উঠেছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যসরকার উন্নয়ন যে থামতে দেয়নি, সেই বার্তা আরও একবার দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার চেতলায় লকগেট ব্রিজের উদ্বোধন করেন তিনি। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। পাশাপাশি তিনি জানান, ২০২৪-এ ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় এলে, জাহাজমন্ত্রকের তরফে সুপারিশ করে কলকাতা গরিবদের জন্য আবাসন গড়ে দেওয়ার চেষ্টা করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মালা রায়। তিনি এদিনের মেয়রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ২০১৯ সালের আগেই চেতলা লক গেট ব্রিজ দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর নানা সেতু সংস্কার নিয়ে দীর্ঘ লড়াই চলেছিল। পরে কেএমডিএ-র তরফে এই সেতু সংস্কার করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং সমাজকর্মী প্রিয়দর্শীনি হাকিম।