খেলা

পালতৌলা নৌকা বনাম মশালের লড়াই

East Bengal vs Mohunbagan Match Preview

The Truth of Bengal: মরশুমের প্রথম ডার্বি ম্যাচ। শনিবার বিকেলে ডুরান্ডের হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গন। বিগত আটটি ডার্বি ম্যাচে মোহনবাগানের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। তাই অনেক বেশি আত্মবিশ্বাসের সুর সবুজ মেরুনের গলায়। ডুরান্ডে কাপের অন্যান্য ম্যাচের টিকিট অনলাইন থেকে মিললেও ডার্বি ম্যাচের টিকিট মিলছে অফলাইনে। টিকিটের জন্য দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে দর্শকদের। মাউন্টেন পুলিশের পোহরায় চলছে টিকিট বিক্রির পর্ব।

শনিবারের ম্যাচ শুরুর আগে থেকেই এগিয়ে রয়েছে মোহনবাগান। কারণ এই মুহূর্তে দেশের সেরা তিন মিডফিল্ডার রয়েছে এই দলেই। সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসোদের মতো খেলোয়াড়দের পেরিয়ে কীভাবে লাল হলুদ আক্রমণ করবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ পর্যন্ত। সামাদ এবং অনিরুদ্ধকে এবারই দলে আনা হয়েছে। পাশাপাশি কাতার বিশ্বকাপে লিও মেসির বিপক্ষে খেলা জেসন কামিংস প্রচুর অর্থের বিনিময়ে যোগ দিয়েছেন মোহনবাগানে। মনে রাখতে হবে অস্ট্রেলিয়ায় নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি।

অন্যদিকে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ একটু নড়বড়ে থাকলেও, গত কয়েক বছরের চেয়ে এ বার তাদের দল তুলনায় ভাল। বিনিয়োগকারীর সঙ্গে ক্লাবের নিয়মিত ঝামেলার ফলে দল গঠন হয়েছিল দেরিতে। এমনকী অর্থের সমস্যার কারণেও ভাল ফুটবলারদের জন্য ঝাঁপাতে পাচ্ছিলেন না লাল-হলুদ কর্তারা। অন্যদিকে, সম্প্রতি ময়দানে সেভাবে দাপট দেখাতে পারিনি ইস্টবেঙ্গল। একাধিক ম্যাচে জয় থেকে গেছে অধরা। তবে ডার্বি ম্যাচ নিয়ে আশাবাদী লাল হলুদ সমর্থকেরা। তবে শনিবার ডুরান্ড কাপে সল্টলেক স্টেডিয়াম সাক্ষী থাকবে পালতৌলা নৌকার সঙ্গে মশালের দ্বৈরথ দেখতে।

Related Articles