রাজ্যের খবর

ডেঙ্গি সচেতনতায় পথে খুদেরা

Dengue Awareness in Nabadwip

The Truth of Bengal: ডেঙ্গির মশার বংশবৃদ্ধি আটকাতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে। কারণ মানুষের গাফিলতি বা উদাসীনতার জন্য জন্মায় ডেঙ্গির মশা। সেই মানুষকে সচেতন করতে পথে নামল খুদে পড়ুয়ারা। দিল ডেঙ্গি সচেতনতা বার্তা। নবদ্বীপ চক্রের গৌরনগর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। বর্ষাকাল আসতেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে। সেই জমা জলে মশার লার্ভা জন্মায়। সেখান থেকেই সাধারণত ডেঙ্গি মশার উৎপত্তি। ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসনের তরফে। নেওয়া হয়েছে একাধিক প্রস্তুতি।

জেলায় জেলায় সচেতনতা কর্মসূচি চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন সমাজসেবী সংস্থাও নিজেদের মতো করে ডেঙ্গির মশা নিধনে কাজ করছে। চলছে মানুষকে সচেতন করার কাজও। তবে এবার পিছিয়ে নেই ছোটরাও। ডেঙ্গি মশার মডেল বানিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সচেতনতা চালাচ্ছে তারা।  শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জমা জলে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা করল নবদ্বীপ চক্রের গৌরনগর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। মশা নিধনে গৌরনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেশ চন্দ্র দেবনাথ এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে একাধিক শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন।

জেলায় যখন ডেঙ্গি মশার প্রকোপ দিন দিন বাড়ছে, তখন খুদে পড়ুয়ারা পিছিয়ে থাকবে কেন? মানুষের উদাসীনতার জন্য আশপাশের বিভিন্ন জায়গায় জমা জলে জন্মায় মশার লার্ভা। আর মশার বংশবৃদ্ধি আটকাতে পারলে সমাজকে ডেঙ্গিমুক্ত রাখা যাবে। সেই কথা অনুধাবন করে স্কুলের পড়ুয়ারা সাধারণ মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতন করতে পথে নামল। হাতে প্ল্যাকার্ড দিয়ে তারা হেঁটে চলে গ্রামের রাস্তা ধরে। সাধারণ মানুষকে সচেতন করতে থাকে মশারবৃদ্ধি আটকাতে তাদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজকে সচেতন করতে খুদে পড়ুয়াদের এমন ভূমিকাকে স্বাগত জানিয়েছেন এলাকার লোকজন।

Related Articles