
The Truth of Bengal: রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিভাগে ২টি শূন্যপদ রয়েছে। সে ২টি শূন্যপদে চুক্তিভিত্তিক সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে।
ন্যূনতম যোগ্যতা: আরবান ডিজাইনে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর। কাউন্সিল অফ আর্কিটেকচারের বৈধ রেজিষ্ট্রেশন নম্বর থাকতে হবে। অন্যান্য যোগ্যতা ইউজিসি ও রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের নিয়মানুসারে থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: গবেষণাপত্রে লেখা। পেটেন্ট থাকা। বই বা টেকনিক্যাল রিপোস্টে লেখা।
স্পেশালাইজেশন: আরবান ডিজাইন।
বয়স: সরকারি নিয়ম অনুযায়ী (vide G.O No. 1081 Edn(u)/ 1U-91/10.dt.15.12.2021)
বেতন: সরকারি নিয়ম অনুযায়ী।
১১ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট “www.jaduniv.edu.in” থেকে খালি পিডিএফ ফর্ম্যাট ডাউনলোড করে আবেদন করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নামে ৫০০ টাকা আবেদনের ফি বাবদ ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে। পেমেন্ট করার পর রিসিপ্ট/চালান রেখে দিতে হবে। এছাড়াও নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট বা রুপে কার্ড মারফত অনলাইনে পেমেন্ট করা যাবে। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় চালানের মাধ্যমে নগদেও পেমেন্ট করা যাবে।
আবেদনপত্র পূরণ করে (আসল ১টি ও ৭টি ফটোকপি), সব শংসাপত্রের অ্যাটেস্টেড করা প্রতিলিপি, এনওসি ( নো অবজেকশন সার্টিফিকেট), পেমেন্টের রিসিপ্ট বা চালান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠাতে হবে। রেজিস্টার্ড বা স্পিড পোস্ট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। এছাড়াও সরাসরি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসে গিয়ে ১১ আগস্টের মধ্যে সপ্তাহের যে কোনো দিন সকাল ১১ টা থেকে বিকেল ৪টের মধ্যে জমা করা যাবে। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে কোন শূন্যপদের জন্য আবেদন করা হচ্ছে। বিজ্ঞাপন নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রে কাটাকুটি করা চলবে না।
এসংক্রান্ত চাকরির খবরের বিশদ তথ্যের জন্য বা সাম্প্রতিক আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।