
The Truth of Bengal: আবারও বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজ্যের মানুষ।আবহাওয়া ভালো থাকায় ১অগাস্ট রাতে দেখা যায়,মহাজাগতিক দৃশ্য। যাকে জ্যোর্তিবিজ্ঞানীরা সুপারমুন বলছেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে চাঁদ একটি উপবৃত্তাকার কক্ষপথে ২৭.৩ দিনে একবার পৃথিবীর চারপাশে যায়। বিজ্ঞানীরা এই ভিন্ন দৃশ্যের সবিস্তার ব্যাখাও দিয়েছেন। তাঁদের ভাষায়, কক্ষপথের কোনও এক সময়ে চাঁদ যখন পৃথিবীর থেকে সবচেয়ে বেশি দূরে থাকে সেই পয়েন্টকে অ্যাপোজি বলা হয় আর চাঁদ যখন পৃথিবীর সব থেকে বেশি কাছে বিন্দুতে অবস্থান করে তখন তাকে পেরিজি বলা হয়।
তাঁদের মতে, পেরিগির কাছে চাঁদ অবস্থান করলে তখনই সুপারমুন দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। সাধারণ পূর্ণ আকারের চাঁদের তুলনায় ‘সুপারমুন’-এর আকার আলাদা হয় ।বিড়লা প্লানেটোরিয়ামের প্রাক্তন অধিকর্তা ও বিশিষ্ট জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী,সরল ভাষায় এই জটিল বিষয় তুলে ধরেন আমাদের কাছে। দেবীপ্রসাদ দুয়ারীর মতে, চাঁদ যখন পৃথিবীর সবথেকে বেশি কাছে চলে আসে তাঁকে ‘সুপারমুন’ বলা হয়। শেষবার ২০১৮ সালের অগস্ট মাসে কলকাতা থেকে ‘সুপারমুন’ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।
তিনি তথ্য দিয়ে বলেন, সাধারণত পৃথিবী ও চাঁদের দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। তবে কক্ষপথে চাঁদের ঘোরার জন্য কখনও কখনও এই দূরত্বে তারতম্য ঘটে।
পেরিগি থেকে চাঁদের দূরত্ব ৩ লাখ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার এবং অ্যাপোগি থেকে চাঁদের দূরত্ব ৪ লাখ ৪ হাজার কিলোমিটার। মঙ্গলবার রাতে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে হবে ৩ লাখ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার ।শুধু পয়লা অগাস্টই নয়, ৩০অগাস্টও এই বিরল দৃশ্য দেখা যাবেয। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০৩৭ সালে ফের এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে কলকাতা। চন্দ্রযান ৩ চাঁদে পাড়ি দেওয়ার আগে এই বিরল দৃশ্য দেখার সম্ভাবনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।