রাজনীতি

মণিপুর সফরে ২১ সাংসদ

21 MPs visit Manipur

The Turth of Bengal: প্রায় তিন মাস ধরে মণিপুরের হিংসা পরিস্থিতি ক্রমেই বড় আকার নিয়েছে। গোষ্ঠী সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা প্রায় পুরোপুরি লাটে উঠেছে। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য কেন্দ্রের সমস্ত দাওয়াই পুরোপুরি বিফল হয়েছে। বরং এমন কিছু হিংসার ছবি উঠে এসেছে, তাতে গোটা দেশ লজ্জিত। বিশেষ করে, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর দৃশ্য ভাইরাল হতেই ঘৃতাহুতি হয়। তার আঁচ এসে পড়ে সংসদে। এরপরেই বিরোধী জোট সর্বসম্মতিক্রমে ঠিক করেন, তাঁদের প্রতিনিধিদল যাবে মণিপুরে। শনিবার ইম্ফলে পৌঁছে সাংসদদের দুটি দলে ভাগ হয়ে এলাকা পরিদর্শন করেন। ক্যাম্পগুলিতে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

মণিপুর ভাইরাল ভিডিও কাণ্ডে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। এ প্রসঙ্গে সুস্মিতার প্রশ্ন, কেন্দ্রের কাছে আগে থেকে আইবি রিপোর্ট কেন ছিল না?এর আগে কংগ্রেসনেতা রাহুল গান্ধী মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। এমনকী তৃণমূলের তরফেও পাঁচ সাংসদকে পাঠানো হয়েছিল মণিপুরে। দুদিন পরিদর্শনের পর, তাঁরা তৃণমূল সুপ্রিমোর হাতে রিপোর্ট তুলে দেন।

 

Related Articles