রাজ্যের খবর

জঙ্গলমহলে জমি মাফিয়ার ছক

Land mafia in Junglemahal

The Truth of Bengal: জঙ্গলমহলের বিকাশের জন্য প্রশাসন ল্যান্ড ব্যাঙ্ককে কাজে লাগাচ্ছে।সরকারি জমিতেই গড়ে উঠছে কারখানা থাকা নয়া প্রকল্প।তারমাঝে ঝাড়গ্রামের হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে কিছু মাফিয়া সরকারি খাস জমি দখল করে।অসাধু চক্র রাতের অন্ধকারে খাস জমিকে দেদার বিক্রি করছে।৫০ থেকে ৬০ হাজার টাকায় বিকোচ্ছে সেই জমি।

আর মুনাফার কারবারে বেহাত হচ্ছে সরকারের জমি। কেন এই লুঠ চলছে ? কেন ঝাড়গ্রামের মতো উন্নয়নশীল জায়গায় প্রোমোটিংয়ের বেআইনি থাবা পড়ছে? ঝাড়গ্রাম জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে বলে  অভিযোগ করছেন এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলর সরকারি জমি বাঁচানোর কথা দিয়েছেন।প্রশাসন আইন মাফিক ব্যবস্থা নিক চাইছেন তিনি।

জঙ্গলসুন্দরীর সবুজের আবরণকে নষ্ট করা বা কংক্রিটের জঙ্গল তৈরির ভাবনা দেখলেই আমাদের ক্যামেরা ছুটে যায়।অতন্দ্র প্রহরীর মতো বাংলা জাগো ঝাড়গ্রামের পরিবেশরক্ষায় ভূমিকাও নিয়েছে।সেই তাগিদ থেকেই আমরা প্রশাসনের দরজায় চলে যাই,খোঁজখবর করি। ঝাড়গ্রামের জেলা শাসক – সুনিল আগরওয়াল   খতিয়ে দেখার আশাস দেন, এবং ঝাড়গ্রামের বিধায়ক ও মন্ত্রী বিরবাহা হাঁসদা এ বিষয়ে ভূমি দপ্তর কে জানিয়ে ছেন বলে জানান। প্রশাসন কথামতো ঝাড়গ্রামের সৌন্দর্য বজায় রাখা ও সরকারি জমি বাঁচানোর কাজও শুরু করতে চায়।বিদেশ বেরা।

Related Articles