রাজনীতিরাজ্যের খবর

মালদাকাণ্ড নিয়ে ফিরহাদের তোপ মানবাধিকার কমিশনকে

Firhad Hakim

The Truth of Bengal: মালদাকাণ্ডে পুলিশসুপারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশে পুলিশি ঘেরাটোপে হত্যা ও মণিপুর নিয়ে কেন রিপোর্ট তলব করছে না মানবাধিকার কমিশন। প্রায় তিন মাস ধরে মণিপুরে রণক্ষেত্র পরিস্থিতি। আইনশৃঙ্খলা কার্যত লাটে উঠেছে। খুন, ধর্ষণ, শ্লীতাহানি, লুঠ, অগ্নিসংযোগ চলছেই। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে মণিপুর।

শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত প্রায় হাজার মানুষ। গৃহহীন ৬ হাজারেরও বেশি বাসিন্দা। একমাত্র ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তারপরেও, জাতীয় মানবাদিকার কমিশন কোনও প্রশ্ন তোলেনি মণিপুর নিয়ে, এমনটাই অভিযোগ আনলেন মেয়র ফিরহাদ হাকিম। অথচ বাংলায় মালদকাণ্ডে পুলিশ সুপারকে রিপোর্ট তলব করেছে।

বুধবার ই এম বাইপাস সংলগ্ন ভিআইপি বাজারের কাছে ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশীষ কুমার বুধবার বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দিতে যান। সেখানে গিয়ে ফিরহাদ হাকিম আরও জানান, আসলে একটা সরকার কোণঠাসা হয়ে গেলে নিজের দিকে দিশা হারিয়ে ফেলে, তার নীতি থাকে না। তখন সে স্বৈরাচারী হয়ে পড়ে। এগুলো তারই প্রদর্শন ।

 

Related Articles