রাজ্যের খবর

জমি দখলকে কেন্দ্র করে জগৎবল্লভপুরে বোমাবাজি! জখম গ্রামবাসী

District News

The Truth of Bengal: জমি দখলকে কেন্দ্র করে তুলকালাম হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুর। প্রমোটারের ভাড়াটে গুন্ডা ও গ্রামবাসীদের সংঘর্ষ বাঁধে, চলে গুলি ও বোমাবাজি। এই ঘটনায় কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বসেছে পুলিশ পিকেট। মোটারিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ল জগৎবল্লভপুরের পোলগুষ্টিয়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত।

স্থানীয়দের অভিযোগ, দিলীপ চোংদার নামে এক প্রোমোটার জোর করে গ্রামের একটি জমি দখল করে আবাসন তৈরি করছিলেন। স্থানীয়দের দাবি, ওই জমি আসলে খেলার মাঠ হিসেবেই পরিচিত। এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা ধুলো হয়ে থাকে। সেই জমি দখলকে ঘিরেই কয়েক মাস ধরেই চাপা উত্তেজনা ছিল। স্থানীয়দের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এলাকাবাসীদের মধ্যে ভয় দেখাতে আসেন ওই প্রমোটার।

স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা এলাকায় ঢুকে বোমাবাজি করে, এলোপাথাড়ি গুলিও চালায়। রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন মহিলা। আচমকা একটি গুলি এক মহিলার পায়ে লাগে। অন্যদিকে অবশ্য প্রমোটার দিলীপ চাংদারের দাবি, সমস্ত অনুমতি নিয়েই তিনি নির্মাণ করছেন। পাল্টা তাঁর বক্তব্য, তিনি কোনও দুষ্কৃতীকে আনেননি, গ্রামবাসীদের একাংশই বোমাবাজি করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।