বিনোদন

ধর্ম বনাম মনুষ্যত্বের গল্প বলতে আসছে ‘ফতেমা’

Fatema Movie

The Truth of Bengal: হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন ফতেমার বাবা, বন্ধ হয় রিকশা চালানো। উপার্জনের পথ বন্ধ হতেই বন্ধ হল ফতেমার লেখাপড়া। ফতেমা ভেবেছিল পড়াশোনা করে সরকারি চাকরি পেয়ে একসময় বাবার সমস্ত কষ্ট দূর করবে কিন্তু এখন তো সংসার চালানোই মুশকিল। ফতেমার বাবা মারাও গেলেন, আর মাকে তো সে কবেই হারিয়েছে। বাপ-মা মরা মুসলমান মেয়েটার মেয়েটার তিন কূলে কেউ ছিল না।

সহায় হয়ে উঠেছিল গ্রামের পুরোহিত দাদা।কঠিন সময় ফতেমার পাশে দাঁড়ালেন গ্রামের পুরোহিত সাধন ঠাকুর। সাধন ঠাকুরের বাড়িতেই ঠাঁই হল ফতেমার। গ্রাম জুড়ে শুরু হল নানা গুঞ্জন, নানা বিতর্ক। পুরোহিতের বাড়িতে মুসলিমকন্য়া! শুরু হল ধর্ম নিয়ে টানাটানি। এমনই এক গল্প নিয়ে আসছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘ফতেমা’। মুক্তি পেল এই ছবির ট্রেলার।

এই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়কে। রাহুলের পাশাপাশি এই ছবিতে দেখতে পাওয়া যাবে লাবণি সরকার, রাজু মজুমদার, সান্তনা বসু, বরুণ চক্রবর্তী, অনিন্দিতা সোম, মনোজিৎ বোরাল সহ টলিপাড়ার একাধিক অভিনেতাদের।মুর্শিদাবাদে সুভাষ-সখিনার গল্প একসময় লোকের মুখে মুখে ফিরত। সেই নিয়েই টলিউডে তৈরি হচ্ছে ছবি। সখিনার নাম বদলে হয়েছে ‘ফতেমা’, ছবির নামও তাই। ছবির পরিচালক আতিউল ইসলাম। সুভাষ-সখিনার গল্প বরাবর মন ছুঁয়ে যেত পরিচালকের, সেই থেকেই ছবির বিষয় হিসেবে বেছে নেওয়া সেই সত্যিকারের গল্প।

Related Articles